X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিবর্তনবাদ তত্ত্ব প্রত্যাখ্যান করে বিতর্কে ভারতীয় শিক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ২০:১৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৬
image

ভারতীয় শিক্ষা মন্ত্রী সত্যপাল সিং পাঠ্যপুস্তক থেকে ডারউনের বিবর্তনবাদ তত্ত্ব বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানানোর পর বিতর্কের ঝড় উঠেছে। তার এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ডারউইন ও ভারতের শিক্ষামন্ত্রী (ডানে) প্রতিবেদনে বলা হয়, সত্যপাল সিং এখনও তার বক্তব্যে অটল রয়েছেন। তার যুক্তি ছিল, ‘বানর থেকে মানুষ হতে কেউ দেখেনি।’ তিনি জানান, তার মন্ত্রণালয় একটি আন্তর্জাতিক সম্মেলন করতেও প্রস্তুত যেখানে বিজ্ঞানীরা এসে তাকে ভুল প্রমাণ করতে পারেন।

সত্যপাল বলেন, ‘আমার কাছে ১০ থেকে ১৫ জন বিজ্ঞানীদের একটা তালিকা আছে যারা বলেছেন যে ডারউইনের তত্ত্ব সঠিক এর কোনও তথ্য প্রমাণ নেই।’ আসাম রাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখাকালে তিনি দাবি করেন, অ্যালবার্ট আইনস্টাইনও এই তত্ত্বকে অবৈজ্ঞানিক বলেছেন।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর সম্পন্ন করা সত্যপাল বলেন, একজন বিজ্ঞানের ছাত্র হিসেবেই এই কথা বলছেন তিনি। তিনি বলেন, ‘ডারউইনের তত্ত্ব ভুল। স্কুল-কলেজের পাঠ্যক্রমে পরিবর্তন আনা উচিত। মানুষ সবসময়ই মানুষ ছিল। এভাবেই তার জন্ম। বানর থেকে মানুষ হতে কেউ দেখেনি।’

ভারতের দুই হাজারেরও বেশি বিজ্ঞানী তার বিরুদ্ধে লিখিত প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও কোনও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া। এক বিবৃতিতে তারা জানায়, ‘বিজ্ঞানীরা ডারউনের বিবর্তনবাদ গ্রহণ করেনি এমন দাবি অসত্য। প্রত্যেকটি নতুন আবিষ্কারই্ এই তত্ত্বকে সমৃদ্ধ করে। এমন অনেক যুক্তি-প্রমাণ আছে প্রতিষ্ঠিত করে যে মানুষ ও বানর একই পূর্বপুরুষ থেকে আগত।

 চার্লস ডারউইন ১৮৫৯ সালে তার বই অন দ্য অরিজিন অব স্পিসিস প্রকাশ করেন, প্রথমেই এটা বিজ্ঞানীদের সমালোচনার মুখে পড়ে কারণ সেসময়ে জীবের পরিবর্তন বা উৎপত্তির/ এক প্রজাতি থেকে আরেক প্রজাতির উদ্ভবের ধারণা('এসব পরীক্ষণীয় ছিল না') প্রচলিত ছিল। তবেঅবশেষে বৈজ্ঞানিক মহল সম্পুর্ণভাবে একে স্বীকার করে নেয়। ১৯৪০ এর পরে মূলধারার জীববিজ্ঞানীরা সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে বিবর্তনকে স্বীকৃতি দেন।

 

/এমএইচ/
সম্পর্কিত
১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসভারতের ফারাক্কা বাঁধে ক্ষতিগ্রস্ত দেশের ৬ কোটি মানুষ
ভারত-বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং সব সময় থাকবে: ভারতের সহকারী হাইকমিশনার
২১ দিনের অভিযানে ৩১ মাওবাদীকে হত্যার দাবি ভারতের
সর্বশেষ খবর
‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’
‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে’
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
আজ খোলা থাকবে সরকারি অফিস
আজ খোলা থাকবে সরকারি অফিস
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা