X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

শান্তি সম্মেলনের ডাক ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৭

২০১৮ সালের মাঝামাঝিতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ডাক দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।২০০৯ সালের পর প্রথমবার মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহবান জানান। বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আমরা আলোচনাকেই একমাত্র পথ বলে মনে করি সুতরাং কিভাবে আমরা সেই পথ বাতিল করি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রয়া দেখা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আর কোনও শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে না তারা। জবাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় তহবিল কমানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওই সংস্থাটির তরফ থেকেই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দেওয়া হয়।

নিরাপত্তা পরিষদের দেওয়া ভাষণে আব্বাস বলেন, ১৯৪৮ সাল থেকে এই পরিষদ ফিলিস্তিনিদের সমর্থনে ৮৬ টি প্রস্তাব পাশ করেছে। অথচ তার একটিও বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, ইসরায়েল আইনের ঊর্ধ্বে থাকা একটি রাষ্ট্রের মতো আচরণ করছে। বিশেষ পরিস্থিতিতে অস্থায়ী আবাসন থেকে তারা স্থায়ী অবৈধ দখলদারিত্ব কায়েম করে এক রাষ্ট্রভিত্তিক জাতিবিদ্বেষ আরোপ করেছে।

পর্যবেক্ষক সদস্যের পরিবর্তে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতেও ফিলিস্তিনিরা তাদের পদক্ষেপ জোরালো করবে বলে জানান মাহমুদ আব্বাস।

 

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে