X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তুরস্কের ইন্ধনে চেক রিপাবলিক থেকে কুর্দি নেতা গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪০

সিরিয়ার প্রধান কুর্দি রাজনৈতিক দল রবিবার জানিয়েছে, তুরস্কের ইন্ধনে তাদের একজন নেতাকে চেক রিপাবলিকের প্রাগ থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নেতা সালেহ মুসলিমের বিরুদ্ধে তুরস্কের একটি আদালতে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ আনা হয়েছিল। আর তার প্রেক্ষিতে তুরস্ক উক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলে নোটিশ জারি করেছিল। তুরস্কের জারি করা ইন্টারপোলের নোটিশের সূত্র ধরেই প্রাগের পুলিস গ্রেফতার করেছে সালেহ মুসলিমকে। এর আগে কুর্দি ওই নেতাকে ধরিয়ে দিতে তুরস্ক সরকার ১ মিলিয়ন ডলারের পুস্কারও ঘোষণা করেছিল। এ খবর জানিয়েছে আল জাজিরা, রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস ।

তুরস্কের ইন্ধনে চেক রিপাবলিক থেকে কুর্দি নেতা গ্রেফতার

কুর্দিস্তান ন্যাশনাল কংগ্রেসের ভিয়েনা শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন, সালেহকে প্রাগের এক হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানে তিনি কুর্দি অধ্যুষিত আফরিনের তুরস্কের বাহিনীর আক্রমণের নিন্দা করে বক্তব্য রাখছিলেন। চেক রিপাবলিকের পুলিশও নামোল্লেখ না করে এক টুইটার বার্তায় জানিয়েছে, ৬৭ বছর বয়সী একজনকে তারা আটক করেছে তুরস্কের ইন্টারপোলের অনুরোধে।

কুর্দিদের রাজনৈতিক সংগঠন পিওয়াইডি বলেছে, মুসলিমের সিরীয় নাগরিকত্ব আছে এবং তিনি দলীয় কাজে ইউরোপ সফরে বের হয়েছিলেন। তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে দলটি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘তুরস্ক তার দেশের নাগরিক নয় এমন ব্যক্তিকেও গ্রেফতার করার দাবি জানাচ্ছে, যার কোনও আইনি বৈধতা নেই।’

এ ঘটনায়  প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ ত্যাইয়েপ এরদোয়ান। তার সরকারের কুর্দিদের নিয়ে কোনও সমস্যা নেই, বরং সন্ত্রাসীরাই তার লক্ষ্য জানিয়ে এরদোয়ান আশা প্রকাশ করেছেন, চেক রিপাবলিক আটককৃত কুর্দি নেতাকে তুরস্কের কাছে হস্তান্তর করবে। এরদোয়ানের মন্তব্য, ‘ যখন তারা তাকে তুরস্কের কাছে হস্তান্তর করে দেবে তারা দেখতে পারবে ন্যায় কিভাবে বাস্তবায়িত হয়।’

সালেহ মুসলিম সিরিয়ার নাগরিক হলেও, তিনি পিওয়াইডির সাবেক প্রধান। সবচেয়ে বড় কথা, কুর্দিদের যে জোট আফরিনসহ সিরিয়ার উত্তরাঞ্চলের বড় এলাকা নিজেদের দখলে রেখেছে, সেই জোটের গুরুত্বপূর্ণ নেতা তিনি। ওই জোটের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র সালেহ মুসলিম। তাকে ধরিয়ে দেওয়ার জন্য তুরস্ক ১ মিলিয়ন ডলারের পুরষ্কার ঘোষণা করেছিল।

আংকারা পিওয়াইডি ও ওয়াইপিজিকে নিষিদ্ধ ঘোষিত পিকেকেরই শাখা মনে করে। উল্লেখ্য পিকেকে কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করেছে। পিওয়াইডি ও ওয়াইপিজি অবশ্য পিকেকের সাথে কোন সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে।

সালেহ মুসলিমকে তুরস্কের কাছে হস্তান্তরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এর আগেও এমন দেখা গেছে, ইন্টারপোলের ‘রেড নোটিশের’ কারণে কাউকে গ্রেফতার করা হলেই তাকে অভিযোগকারী দেশে ফেরৎ পাঠানো হয় না। তাছাড়া, ইউ সিরিয়ার কুর্দি সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যাও দেয়নি যে তাকে ইউ তুরস্কের হাতে তুলে দেবে।

/এএমএ/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড