X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়: মোদি

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৬:৫৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সন্ত্রাসের কোনও ধর্ম নেই। সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এ লড়াই হচ্ছে যুবকদের বিপথে পরিচালিত করে এমন মানসিকতার বিরুদ্ধে। বৃহস্পতিবার দিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ শীর্ষক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  ভারত সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়: মোদি ভারতের প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই মানবিক মূল্যবোধের কথা বলে। তাই আমাদের যুবকদের ইসলামের মানবিক বৈশিষ্ঠ্যগুলোর সঙ্গে পরিচিত হওয়া উচিত। আপনারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন।

নরেন্দ্র মোদি বলেন, ভারত হচ্ছে দুনিয়ার সবগুলো প্রধান ধর্মের লীলাক্ষেত্র। এদেশে প্রতিটি ধর্ম বিকশিত হয়েছে। ভাষা, রাজনীতি যাই হোক, প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য এটা গর্ব। ভগবান বুদ্ধ বা মহাত্মা গান্ধী যিনিই হোন, শান্তি ও প্রেম-ভালবাসার সৌরভ পুরো দুনিয়ায় ছড়িয়েছে ভারত থেকেই। ভারতই পৃথিবীকে বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ব সংসার একই পরিবার, এই ভাবনা উপহার দিয়েছে। সমগ্র দুনিয়াবাসীকে ভারতে নিজের পরিবার বলে মনে করে। এই বোধের মধ্যে সে নিজেকে খুঁজে পায়।

ভারতীয় গণতন্ত্র বহু বছরের পুরানো বহুত্ববাদের উদযাপন বলেও মন্তব্য করেন মোদি।

জর্ডনের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ধর্মীয় মতবাদের সঙ্গে যেন মানবতার সংযোগ থাকে। ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ, বিকশিত করে। যে মতবাদ ঘৃণা ছড়ায়, তাকে প্রত্যাখ্যান করা উচিত সবার। অশান্তির বিরুদ্ধে সবাইকে সঙ্গে নেওয়াই আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

দ্বিতীয় আবদুল্লাহ বলেন, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়া থেকে ঘৃণা, বিদ্বেষের ভাবনা মুছে ফেলতে হবে।

এর আগে মঙ্গলবার প্রটোকল ভেঙে তিনদিনের সফরে ভারতে পৌঁছানো জর্ডানের বাদশাকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান মোদি।

প্রসঙ্গত, গত মাসে বাদশাহ দ্বিতীয় আবদুল্লা আম্মানের নিজ বাসভবনে মোদিকে স্বাগত জানিয়েছিলেন। সূত্র: এবিপি আনন্দ, দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা