X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ইন্টারপোলের মাধ্যমে পারভেজ মোশারফকে গ্রেফতারের নির্দেশ

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৮, ২৩:৪৩আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০০:০২

দুবাই নির্বাসিত পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশারফকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্যে গ্রেফতারের উদ্যোগ নিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময়ে এই নির্দেশ দিয়েছে একটি বিশেষ আদালত। এছাড়াও তার পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিলের পাশাপাশি সম্পত্তি জব্দেরও নির্দেশ দেওয়া হয়েছে। মোশাররফের এক রাজনৈতিক সহকর্মী জানিয়েছেন এপ্রিলের শেষ নাগাদ পাকিস্তানে ফিরে বিচার মোকাবিলা করবেন তিনি।

ইন্টারপোলের মাধ্যমে পারভেজ মোশারফকে গ্রেফতারের নির্দেশ

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন মোশাররফ। ২০১৩ সাল থেকে নানা ধরনের মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা ছাড়াও রাষ্ট্রদ্রোহের অভিযোগের বিচার চলছে তার বিরুদ্ধে।  

শুক্রবার রাষ্ট্রদ্রোহের মামলার শুনানিতে আদালতের দেওয়া আদেশে ফেডারেল সরকারকে পারভেজ মোশারফরের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ মার্চ পরবর্তী শুনানির দিনে এই বিষয়ে অগ্রগতি জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুবাইয়ে নির্বাসিত মোশারফকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ফেরাতে সরকারের নিষ্ক্রিয়তায় অসন্তোষও প্রকাশ করে আদালত।

এদিকে ডননিউজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোশারফের রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলীম লীগের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আমজাদ জানিয়েছেন দেশে ফিরছেন তাদের নেতা। আগামী এপ্রিলের শেষ নাগাদ তিনি দেশে ফিরে বিচার মোকাবিলা করবেন বলেও জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার মোশারফের আইনজীবী আখতার শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আবেদনে দেশে ফিরলে মোশারফকে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়। পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ মার্চ ওই আবেদন পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছে বিষয়টি পর্যালোচনা করছেন তারা।

 

/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে