X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের আটকে বার্সেলোনায় সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৮, ১২:১০আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১২:২২

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী ২৫ নেতার বিদ্রোহের বিচারের আদেশ দিয়েছে স্পেনের সুপ্রিম কোর্ট। শুক্রবার রাতে ওই আদেশের পর কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্পেনের পুলিশ। বার্সেলোনায় ফেডারেল ভবনের বাইরে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতাদের আটকে বার্সেলোনায় সংঘর্ষ

গত বছর স্পেন সরকারের নিষিদ্ধঘোষিত এক গণভোটে কাতালোনিয়ার স্বাধীনতার দাবির প্রতি সমর্থন উঠে আসে। এরপর কাতালোনিয়ার নেতারা স্বাধীনতার ঘোষণা দেন। শুক্রবার স্পেনের সর্বোচ্চ আদালতের জারি করা এক রুলে স্বাধীনতাপন্থী ২৫ জন নেতাকে বিদ্রোহের অভিযোগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ঘোষণা দেয়। দোষী সাব্যস্ত হলে তাদের ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর মধ্যে পাঁচ নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বাকি নেতারা পলাতক বা নির্বাসনে থাকায় শনিবার কাতালোনিয়ার সংসদের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জরডি তুরুলকে কারাগারে পাঠানো হলে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে।

অবশ্য আদালতের সিদ্ধান্ত ঘোষণার আগেই শুক্রবার রাতে সমবেত হওয়ার সিদ্ধান্ত ছিল স্বাধীনতপন্থিদের। রায় ঘোষণা হলে বিক্ষোভ বেগবান হয়। কাতালোনিয়ার পতাকা উড়িয়ে স্বাধীনতাপন্থী স্লোগান উচ্চারিত হয়। অনেকেই রায় ঘোষণাকারী সুপ্রিম কোর্টের বিচারক ও স্পেনের রাজা ফেলিপের ছবিতে আগুন ধরিয়ে দেন। বার্সেলোনা ছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

কয়েকটি স্থানে বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সহিংসতার ঘটনা ঘটে। তবে কাতালোনিয়ার সিটি সেন্টারে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কারমি সালা নামে এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন, ২০ লাখ মানুষ স্পেন থেকে বেরিয়ে স্বাধীনতা চায়। আর তারা সবাইকেই কারাগারে পুরতে পারবে না।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা