X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে লুক্সেমবার্গ

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৮, ১৪:৫৯আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৫:৪৮

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর রুশবিরোধী পদক্ষেপের ধারাবাহিকতায় যুক্ত হলো লুক্সেমবার্গ। কোনও রুশ কূটনীতিককে বহিষ্কার না করলেও যুক্তরাজ্যের মাটিতে সাবেক রুশ ‍গুপ্তচরের ওপর রাসায়নিক হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে দেশটি। আর মস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে বুধবার ডেকেও পাঠিয়েছে লুক্সেমবার্গ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জিন আসেলবর্ন

গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালিসবুরির একটি পার্কের কাছ থেকে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটিশ কতৃপক্ষ দাবি করে, স্নায়ু অকেজো করে দেয় এমন বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট দিয়ে হত্যার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে ১৪ মার্চ (বুধবার)২৩ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করেন। ২৬ মার্চ (সোমবার)যুক্তরাষ্ট্রে কর্মরত ৬০জন কূটনীতিককে বহিষ্কার করে ট্রাম্প প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় সিয়াটলের রুশ কনস্যুলেট। এর ধারাবাহিকতায় জার্মানি, ফ্রান্সসহ ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্র শতাধিক রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয়। ইতোমধ্যে মস্কোর সংশ্লিষ্টতার অভিযোগে ১৪৬ রুশ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ২৪টি দেশ।

ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত ছোট দেশ লুক্সেমাবার্গ কোনও রুশ কূটনীতিককে বহিষ্কার করেনি। তবে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ দেশ হিসেবে তারা রুশ দ্বৈত গুপ্তচরের হত্যাচেষ্টার ঘটনায় প্রতিক্রিয়া দেখালো। ইইউ’র অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে।

লুক্সেমবার্গের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লুক্সেমবার্গ সরকার এই হামলার তীব্র নিন্দা জানায়। এ হামলার জন্য রুশ সরকার দায়ী ও আর কোনও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই বলে যুক্তরাজ্যের বিশ্লেষনের সঙ্গেও তারা একমত।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী জিন আসেলবর্ন পরামর্শের জন্য মস্কোতে নিযুক্ত লুক্সেমবার্গের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

/আরএ/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ