X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সিরিয়া ইস্যুতে ইরান-রাশিয়া-তুরস্কের বৈঠক চলতি সপ্তাহে

বিদেশ ডেস্ক
০৩ এপ্রিল ২০১৮, ১৪:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৪:৪৮

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের উপায় খুঁজতে চলতি সপ্তাহে বৈঠকে বসছে সেখানে যুদ্ধরত অন্যতম প্রধান তিন দেশ তুরস্ক, রাশিয়া ও ইরান। আগামীকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। গত বছরের নভেম্বরে মস্কোতে প্রথম দফা বৈঠক করে দেশ তিনটি। চলতি সপ্তাহের বৈঠকে ঐক্যমতে পৌঁছাতে পারলে ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ পরিণতি পেতে পারে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যেই সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছরের নভেম্বরে মস্কোতে তিন নেতার বৈঠকের সময়ে তোলা ছবি

সিরিয়ার গৃহযুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছেন এক কোটি ২০ লাখের বেশি মানুষ। সিরিয়ায় অস্ত্রবিরতির উপায় খুঁজতে ২০১৬ সালের ডিসেম্বরে দেশ তিনটি শান্তি আলোচনায় বসেছিল। তবে তা কার্যকর হয়নি। গত নভেম্বরে মস্কোতে প্রথমবার বৈঠক করেন দেশ তিনটির প্রেসিডেন্ট। ওই বৈঠকের পরই সিরিয়ার আফরিনে কুর্দি অবস্থানে হামলা জোরালো করে তুরস্ক। কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করতে তুরস্ক এখনও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে। আসাদকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার জানায়, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। বুধবার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করবেন।

সিরিয়ায় প্রতিদ্বন্দ্বী তিনপক্ষের আলাদা এজেন্ডা রয়েছে জানিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইরান ও রাশিয়া সিরিয়ায় শিয়া শাসকদের শাসন সংহত করতে চায়। তবে দেশটির সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের ভবিষ্যৎ নিয়ে তারা কোনও সমঝোতায় পৌঁছায়নি।

মার্কিন সংবাদমাধ্যমটির দাবি, সিরিয়ায় প্রধান প্রতিদ্বন্দ্বী তিনটি পক্ষ হলো তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি বাহিনী ও প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থক ইরান ও রাশিয়া। তুরস্ক চায় কুর্দিদের পরাজিত করতে। আসাদ সরকার তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের দমন করে যুক্তরাষ্ট্রকে বাইরে রাখতে চায়। আর যুক্তরাষ্ট্র ইরানকে পরাজিত করে ওই অঞ্চলে তাদের কর্তৃত্ব খর্ব করতে চায়। রাশিয়াকেও নিরাপদ দূরত্বে রাখতে আগ্রহী যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়া, ইরান আর তুরস্ক আঙ্কারায় এক ক্যামেরার সামনে হাসতে পারে, তবে তাদের এখনও সিরিয়ার ভাঙা কাচের ওপর হাঁটতে হবে।

 

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট