X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মশা কামড়াচ্ছে বলায় বিমান থেকে নামানো হলো যাত্রীকে

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০১৮, ১৮:৩২আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৯:০৬

মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। এমন অভিযোগ করায় জোর করে এক যাত্রীকে নামিয়ে দেওয়া হলো ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো’র একটি ফ্লাইট থেকে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর ‘৬ই-৫৪১’ বিমানটি লখনউ থেকে বেঙ্গালুরুতে যাচ্ছিল।

মশা কামড়াচ্ছে বলায় বিমান থেকে নামানো হলো যাত্রীকে ঘটনার শিকার ওই যাত্রীর নাম সৌরভ রাই। পেশায় তিনি বেঙ্গালুরুর হার্ট সার্জন। রাইয়ের অভিযোগ, নিজ আসনে বসার পর মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যান তিনি। এয়ার হোস্টেসদের বিষয়টি জানালে তাকে জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। ইন্ডিগোর কর্মীরা তাকে ধাক্কা দেন। এমনকি হুমকিও দেওয়া হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। বেসরকারি বিমান সংস্থাটি জানিয়েছে, ‘অভব্য আচরণের জন্যই’ ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

লখনউ বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য তখন বিমানের দরজা সবে বন্ধ হয়েছে। ওই সময়েই তাকে মশা কামড়াচ্ছে বলে অভিযোগ করেন রাই। বিমান সংস্থাটির অভিযোগ, তাদের কর্মীরা ব্যবস্থা নেওয়ার আগেই ওই যাত্রী অভব্য আচরণ করতে শুরু করেন। আশপাশের যাত্রীদের উত্তেজিত করে তোলার চেষ্টা করেন। হুমকি দেন। বিমানকর্মীদের সঙ্গে বাদানুবাদের সময় তিনি ‘বিমান অপরহরণ’-এর মতো শব্দও ব্যবহার করেছেন। এরপরই তাকে বিমান থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্ডিগো কর্তৃপক্ষের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন যাত্রী সৌরভ রাই। তিনি বলেন, ‘জামার কলার ধরে আমাকে নামিয়ে দিয়েছেন বিমানকর্মীরা। একজন বলেছেন, মশা নিয়ে যদি এতো আপত্তি থাকে, তাহলে ভারত ছেড়ে চলে যান।’

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই ইন্ডিগোর বিমানে মশার কামড়ের অভিজ্ঞতা শেয়ার করেন। একজন টুইট করেছেন, ‘ইন্ডিগোর বিমানে আমার বহুবার মশার কামড় খাওয়ার অভিজ্ঞতা রয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘গত ৮ এপ্রিল পরিবার নিয়ে ইন্ডিগোর বিমানে চেপে যাওয়ার সময় মশার জ্বালায় জ্বলতে হয়েছে। বিমানের ক্রুদের জানিয়ে কোনও কাজ হয়নি।’

কয়েক দিন আগেই লখনউ বিমানবন্দরে জেট এয়ারওয়েজের একটি বিমানে যাত্রীদের মশা তাড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরমধ্যেই ইন্ডিগোর বিমানের এই ঘটনা সামনে এলো। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা