X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষকদের আটকাতেই সিরিয়ায় হামলা?

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০১৮, ১৫:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ০৭:১০

সিরিয়ায় জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষকদের কার্যক্রম ঠেকাতেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা শুরু করেছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। শনিবার দৌমা শহরে রাসায়নিক হামলার অভিযোগের তদন্ত শুরুর কথা ছিল সংস্থাটির তদন্তকারীদের। এরইমধ্যে তারা সিরিয়ায় পৌঁছালেও হামলার পর কাজ শুরু করতে পেরেছেন কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি সংস্থাটি। ওই তদন্তকারীদের কাজ পর্যবেক্ষণ করতে রাশিয়ার একটি প্রতিনিধিদলও সিরিয়ায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস। সিরিয়ায় হামলা পরিস্থিতি বিশ্লেষণের কথা জানিয়ে এক রুশ আইনপ্রণেতা বলেছেন, এই ইস্যুতে নিরাপত্তা পরিষদে বৈঠক আহ্বান করবে রাশিয়া।

যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলার পর সিরিয়ার স্থাপনা থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

গত ৭ এপ্রিল সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ নিয়ন্ত্রিত শহর দৌমাতে রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। ওই হামলায় ৮৫ জনের নিহত হওয়ার খবর দেয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ফ্রান্স প্রথমবার ওই হামলায় সিরীয় সরকারের জড়িত থাকার প্রমাণ থাকার দাবি করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দৌমায় আক্রান্তদের নমুনায় বিষাক্ত রাসায়নিকের সন্ধান পাওয়ার দাবি করেন। তবে সিরিয়ার মিত্র রাশিয়া অভিযোগ করে, যুক্তরাজ্যের গুপ্তচরেরা সিরিয়ার দৌমা শহরে রাসায়নিক হামলার ঘটনা সাজিয়েছে। ওই রাসায়নিক হামলার অভিযোগ তদন্তে সিরিয়ায় তদন্ত দল পাঠানোর সিদ্ধান্ত নেয় জাতিসংঘের অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল উইপোনস (ওপিসিডব্লিউ)। গত বৃহস্পতি ও শুক্রবার তারা সিরিয়ায় পৌঁছায়। শনিবার দৌমায় তাদের তদন্ত কাজ শুরুর কথা ছিল। তবে শুক্রবার সিরিয়ার তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্য।

রাশিয়ান পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান কনস্টানটিন কোসসেভ এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেন, সম্ভবত বৈশ্বিক রাসায়নিক অস্ত্রের পর্যবেক্ষকদের (ওপিসিডব্লিউ) পর্যবেক্ষণ আটকাতেই এই হামলার পরিকল্পনা করা হয়েছে।

বার্তা সংস্থাটিকে তিনি বলেছেন, এই হামলাকে ওপিসিডব্লিউ মিশনের কাজে প্রতিকূলতা তৈরি কবার অথবা তাদের একবারেই লক্ষ্যচ্যুত করবার প্রচেষ্টা বলে মনে হচ্ছে।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ওপিসিডব্লিউ

তবে হামলা শুরুর পর তারা কাজ শুরু করবেন কিনা তাৎক্ষণিকভাবে সে প্রশ্নের কোনও উত্তর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়নি সংস্থাটি।

এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার সংসদের একটি প্রতিনিধি দল বর্তমানে সিরিয়ায় রয়েছেন। ওপিসিডব্লিউ তদন্তকারীদের কার্যক্রম পর্যবেক্ষণের কথা রয়েছে তাদের। ওই প্রতিনিধি দলের প্রধান দিমিত্রি সাবলিন রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সুযোগ থাকলে আমরা তারা কীভাবে কাজ করে তা দেখার চেষ্টা করবো।

তিনি জানান, রাশিয়ার সামরিক পুলিশ ওপিসিডব্লিউ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, সেখানকার পরিস্থিতি শান্ত হয়ে আসছে। গত সাত বছরের মধ্যে দামেস্কের পরিস্থিতি সবচেয়ে শান্ত দাবি করে তিনি বলেন, বোমাবর্ষণের আশঙ্কা কারও নেই। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে বলে আমার বিশ্বাস। এটা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ হামলা শুরুর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করতে যাচ্ছে রাশিয়া। হামলা শুরুর পর শনিবার রাশিয়ার আইনপ্রণেতা ও সংসদের উচ্চকক্ষের বৈদেশিক কমিটির উপপ্রধান ভ্লাদিমির দাবারভ দেশটির বার্তা সংস্থা আরআইএ-কে একথা জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরআইএ-কে দাবারভ বলেছেন, এখন পরিস্থিতি বিশ্লেষণ করছি আমরা। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বৈঠকের দাবি তুলবে, আমার মনে হয় এটা নিশ্চিতই। 

/জেজে/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!