X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যদি কষ্ট দিয়ে থাকি, দুঃখিত: বাবাকে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাফি

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৮, ২০:২২আপডেট : ০৬ মে ২০১৮, ২০:৩৫
image

শুক্রবার (৪ মে) দুপুর থেকে খোঁজ মিলছিলো না কাশ্মির বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রাফি ভাটের। নিখোঁজ হওয়ার দুইদিন পর রবিবার (৬ মে) সকালে ছেলের কাছ থেকে প্রথম ফোন কলটি পান রাফির বাবা ফায়াজ আহমেদ ভাট। ফোন কানে দিতেই ওপাশ থেকে ভেসে আসে রাফির কণ্ঠ- ‘যদি কষ্ট দিয়ে থাকি, দুঃখিত। এটা আমার শেষ ফোন কল। আমি আল্লাহর কাছে যাচ্ছি।’

রাফি
রবিবার দক্ষিণ কাশ্মিরে বিদ্রোহী দমনের নামে পরিচালিত ভারতীয় বাহিনীর নিরাপত্তা অভিযানে নিহত হন ৩৩ বছর বয়সী রাফি ভাট। কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চুক্তিভিত্তিক সহকারি অধ্যাপক ছিলেন তিনি। কাশ্মির পুলিশের দাবি, রাফি হিজবুল মুজাহিদীনে যোগ দিয়েছিলেন। রবিবার (৬ মে) দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় বাডিগাম জৈনপোরায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়লে রাফিসহ ৫ জন নিহত হয়।  

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

রাফি ভাটের বাড়ি মধ্য কাশ্মিরের গন্দেরবাল জেলার চুন্দিনা এলাকায়। শনিবার সকালে তার নিখোঁজ হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানায় তার পরিবার। রাফি ভাট অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার নিখোঁজ হওয়ার কথা জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। উপাচার্য প্রতিবাদীদের সঙ্গে দেখা করে তাদের শান্ত করেন। আশ্বাস দেন, নিখোঁজ অধ্যাপককে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা করা হবে। পুলিশের ডিজিকেও এ ব্যাপারে চিঠি দিয়েছিলেন উপাচার্য। এরমধ্যেই রবিবার ভারতীয় বাহিনীর অভিযানে নিহত হন রাফি ভাট।

কাশ্মিরের শিক্ষক রাফি ভাট
সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে অধ্যাপক রাফি ভাটও আছেন জেনে পুলিশ গন্দেরবাল থেকে তার পরিবারকেও ঘটনাস্থলে নিয়ে আসে। কাশ্মিরের আইজিপি এস পি পানির দাবি, আত্মসমর্পণের জন্য অনুরোধ করার পরও রাফিকে ফেরানো যায়নি। তিনি বলেন 'আটকে পড়াদের মধ্যে ভাটও ছিলেন সেই তথ্য পাওয়ার পর, আমরা গন্দেরবাল থেকে তার পরিবারকে নিয়ে আসি। তারা ভাটকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু বারবার চেষ্টা করেও লাভ হয়নি।' 

রাফি হিযবুল মুজাহিদীনে যোগ দিয়েছেন বলে আগেই গুঞ্জন শোনা যাচ্ছিলো। এ ব্যাপারে জানাশোনা রয়েছে এমন কয়েকজন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, রাফি কয়েক বছর আগেই সংগঠনটিতে যোগ দিয়েছেন।

এনডিটিভি জানায়, রাফির বাবা ফায়াজও ৯০ এর দশকের গোঁড়ার দিকে বিদ্রোহী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৮ বছর বয়সে রাফি পাকিস্তান অধিকৃত কাশ্মিরে যেতে গিয়ে ধরা পড়েন। তাকে পরিবারের কাছে ফেরত পাঠায় পুলিশ। এরপর থেকেই তার উপর কড়া নজর রাখতেন বাবা ফায়াজ। 

/এফইউ/
সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
বঁটির কোপে দুই বছরের শিশুর মাথা বিচ্ছিন্ন, চাচি আটক
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
আইনে স্বীকৃত অনেক অবিচার এখনও আছে: এম এ মান্নান
অফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিঅফিস টাইমে চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিসে থাকলে ব্যবস্থা
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা