X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

তুতানখামেনের পিরামিডে কোনও গোপন কক্ষ নেই!

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৮, ২০:০৩আপডেট : ০৮ মে ২০১৮, ০৯:৫৯

মিসরের ফারাও সম্রাট তুতানখামেনের পিরামিডে গোপন কক্ষের অনুসন্ধানের কাজ শেষ করলেও কিছুই খুঁজে পাননি বিজ্ঞানীরা। এর আগে তারা বলেছিলেন, ৩০০০ হাজার বছর আগের এই বালক রাজার দেয়ালের পেছনে একটি গোপন কক্ষের ব্যাপারে তারা  ৯০ ভাগ নিশ্চিত। একদল গবেষক ধারণা করেছিলেন, ওই কক্ষে রানি নেফেরতিতির কবর রয়েছে, যাকে তুতানখামেনের মা মনে করা হয়। তবে নতুন গবেষণায় বলা হচ্ছে, সেখানে কোনও কক্ষই নেই।

ফারাও সম্রাট তুতানখামুনের কবরের ভেতরের ছবি

ইংরেজ প্রত্নতাত্ত্বিক নিকোলাস রিভিস তুতানখামেনের কবরে দেয়ালের প্লাস্টারের নিচে একটি দরজার অস্পষ্ট চিহ্ন আবিষ্কারের পর ওই গোপন কক্ষের সন্ধান শুরু হয়। রিভিস সম্পূর্ণ কবর বিস্তৃতভাবে স্ক্যান করেছিলেন। ২০১৫ সালে প্রকাশিত প্রতিবেদনে তিনি দাবি করেন, অপেক্ষাকৃত ছোট কবরটি মূলত রানি নেফেরতিতির জন্য তৈরি করা হয়েছিল। কবরটির সঙ্গেই সম্ভবত তার অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব হবে।

রানি নেফেরতিতির অস্তিত্ব এখনও আবিষ্কার করা যায়নি, কিন্তু তিনি অনেক শিল্পকর্মের বিষয়বস্তু ছিলেন। অবিকল সংরক্ষিত প্রায় ৩০০০ হাজার বছর আগের একটি শিল্পকর্মে তার ছবি পাওয়া যায়। তিনিই প্রাচীন মিসরের সবচেয়ে পরিচিত নারী। এটাও মনে করা হয়, তিনি একসময় মিসর শাসন করেছেন। তার স্বামীর মৃত্যু থেকে তার ছেলে তুতানখামুনের অভিষেক পর্যন্ত তিনি রাজ্য চালিয়েছেন।

নিকোলাস রিভিসের এমন উত্তেজক প্রতিবেদেনের পর ধারাবাহিকভাবে কবরটি স্ক্যান করা হয়েছিল। এসব পরীক্ষায়ও রিভিসের মতের প্রমাণ পাওয়া যায়। ওই সময় মিসরীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, তারা আরেকটি নতুন চেম্বার সম্পর্কে ৯০ ভাগ নিশ্চিত। পরে আরেকবার স্ক্যান করার পর পাওয়া প্রতিবেদনেও আগের মতের পক্ষে সমর্থন মেলে। তখন মনে করা হয়েছিল, গত কয়েক দশকে মিসরীয় পুরাতত্ত্ব নিয়ে এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার।

গোপন কক্ষ খোঁজার জন্য কবরের ভেতরের দেয়ালে রাডার দিয়ে স্ক্যান করা হয়

পরবর্তীতের তুরিন বিশ্ববিদ্যালয়ের ইতালিয়ান বিশেষজ্ঞরা নতুন সূক্ষ্ম রাডার ব্যবহার করে তুতানখামেনের কবরটি স্ক্যান করেন। তারা এর মাধ্যমে একটি ফলাফল পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। এই গবেষণা দলের প্রধান ড. ফ্রান্সিসকো পোরসেলি বলেন, এটা কিছুটা হতাশাজনক যে তুতানখামেনের ওই দেয়ালের পেছনে কোনও কিছুই নেই। কিন্তু আমি মনে করি এটা খুবই ভালো বিজ্ঞান।

পোরসেলি বলেন, তারা তিন আলাদা রাডার দিয়ে তথ্য নিয়েছেন যাতে তা নির্ভুল হয়। এরফলে তথ্যের যেকোনও ধরনের জটিলতা দূর করা সম্ভব হয়েছে, যা আগের গবেষণাগুলোতে সম্ভব ছিল না।

মিসরের প্রত্নতত্ত্বমন্ত্রী খালিদ আল আনানি জানান, দেশটির কর্তৃপক্ষ গবেষণার এই ফলাফল মেনে নিয়েছে। সূত্র: বিবিসি।

/আরএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?