X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

হিজবুল্লাহ নেতাদের ওপর যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৮, ০৯:২৪আপডেট : ১৭ মে ২০১৮, ১২:৫১

যুক্তরাষ্ট্র ও আরবের উপসাগরীয় দেশগুলো লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে । বুধবার ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

হিজবুল্লাহ নেতাদের ওপর যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর নিষেধাজ্ঞা

ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবাননের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে হিজবুল্লাহ-নেতৃত্বাধীন জোট। মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের অনুগামী সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে এই সংগঠনের অবস্থান। সিরিয়ায় তারা আসাদ সরকারের পক্ষে লড়াই করেছে। গত বছর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের কথা জানানোর পর  হিজবুল্লাহর নেতা হাসান নাসারাল্লাহ এক ভিডিও বার্তায় হুঁশিয়ার করেন, এবার তারা ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে লড়াইয়ের দিকে নজর ফেরাবেন। সেই নাসারাল্লাহ ও সংগঠনের উপপ্রধান নাইম কাসেমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থবিভাগ জানায়, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে এই নিষেধজ্ঞা জারি করেছে তারা। তারা সবাই টেরোরিস্ট ফিন্যান্সিং অ্যন্ড টার্গেটিং সেন্টারের সদস্য।অর্থবিভাগের মন্ত্রী স্টিভেন নুচিন বলেন, ‘হিজবুল্লাহর সুরা কাউন্সিলকে লক্ষ্যবস্তু করে আমরা তাদের রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে পার্থক্য মুছে ফেলতে চাইছি।’ একই কথা বলেছে সৌদি আরবও। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ‘হিজবুল্লাহ একটি বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন। তাদের নেতারা রাজনীতি ও সন্ত্রাসের মধ্যে পার্থক্য করে না। তাই আমরাও আলাদা করে দেখি না।’ হিজবুল্লাহ চারজন সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব দেশগুলো। তাদের কেউ কেউ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ছিল।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং কাতারি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ নিয়ে আলোচনা করেন। গত বছর হিজবুল্লাহ নাসারাল্লাহ মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে। তিনি বলেছিলেন, ‘মার্কিন প্রশাসন তার সর্বোচ্চ শক্তি দিয়েও আমাদের প্রতিরোধকে থামাতে পারবে না।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
সর্বশেষ খবর
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
উপজেলা নির্বাচনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?