X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কোরীয় উপদ্বীপে ‘উসকানিমূলক যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৮, ১৬:১৮আপডেট : ১২ জুন ২০১৮, ১৮:১৯

উত্তর কোরীয় নেতা কিং জং উনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর দ. কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিতের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের সঙ্গে দুই পর্বের বৈঠক শেষে সিঙ্গাপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বীকারোক্তি দেন, এই মহড়া উত্তর কোরিয়ার প্রতি উসকানিমূলক। মহড়াকে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ আখ্যা দেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, উত্তর কোরিয়া স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ না করা পর্যন্ত কোরীয় উপদ্বীপে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র।
সিঙ্গাপুরে ট্রাম্পের সংবাদ সম্মেলন

 মঙ্গলবার সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপে উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প ঘোষণা দেন, দুপুরের পর একটি নথি সই হতে পারে। চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সামনে যৌথ ঘোষণার নথি নিয়ে আসেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাবেন তিনি। তবে সাংবাদিকরা স্বাক্ষরিত যৌথ ঘোষণার ছবি তুলে নেন। ছবিতে দেখা যায়, দুই দেশের সম্পর্কোন্নয়ন, কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাসহ যুদ্ধবন্দিদের উদ্ধার ও প্রত্যাবাসনের ব্যাপারে সম্মত হয়েছেন দুই দেশের শীর্ষ নেতা।

সংবাদ সম্মেলনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা কোরীয় উপদ্বীপে এখনই সেনা সংখ্যা কমিয়ে না আনলেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া স্থগিত রাখবে। ট্রাম্প বলেন, ‘যুদ্ধ মহড়ার গুরুত্বকে খাটো করে দেখা কঠিনই বটে। দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে অনেকদিন ধরেই এই কাজটা করে গেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন এটাকে উসকানিমূলক বিবেচনা করছি।’ ট্রাম্প বলেন, ‘দীর্ঘ সময় ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমরা যৌথভাবে এটা করে গেছি। আমরা এটাকে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ বলে থাকি। এই খেলা খুবই ব্যয়বহুল। দক্ষিণ কোরিয়াও ব্যয়ভার নিয়েছে, তবে তা আংশিক। ব্যয়বহুল এই খেলার বেশিরভাগ ব্যয় আমরাই (যুক্তরাষ্ট্র) বহন করেছি।’ ট্রাম্প প্রতিশ্রুতি দেন, উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যতে আলোচনা পরিকল্পনাচ্যুত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প বেশ আত্মবিশ্বাসের সঙ্গে সামরিক মহড়া স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করা হয়েছে কিনা তা জানা যায়নি।

/এমএইচ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
বানিয়ে ফেলুন ৪ স্বাদের লাচ্ছি
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চাটার্ড-চ্যানেল আই কৃষি পুরস্কার
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ