X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

আবারও ‘রাসায়নিক প্রয়োগের ঘটনা’ তদন্ত করছে যুক্তরাজ্য পুলিশ

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৯:৫৪আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:০২

সম্ভাব্য আরেকটি বিষ প্রয়োগের ঘটনা তদন্ত করছে যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় স্যালসবুরি শহরে অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে। তবে আক্রান্ত দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি। গত মার্চে স্যালসবুরি শহরের একটি পার্কের বেঞ্চে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আবারও ‘রাসায়নিক প্রয়োগের ঘটনা’ তদন্ত করছে যুক্তরাজ্য পুলিশ
গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে তাদের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগ অস্বীকার করে রুশ কর্তৃপক্ষ। এই নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিস্কার কর দেশ দুটি। পরে এতে অন্য পশ্চিমা দেশগুলোও যোগ দেয়।

মঙ্গলবার যুক্তরাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ এই সন্ধ্যায় উইল্টশায়ার পুলিশ ও ঘটনার শিকার দুই ব্যক্তির বাবা-মায়েরা একট বড় খবর জানায়। তারা জানায় অ্যামেসবুরি এলাকায় সন্দেহভাজন অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অ্যামেসবুরি এলাকায়  ৪০ এর কোঠায় থাকা এক পুরুষ ও নারীকে নিজেদের প্রোপার্টিতে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর জরুরি সেবা ডেকে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমকে উদ্ধৃত করে বুধবারের দ্য সান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, সাবেক রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক প্রয়োগের ঘটনার সঙ্গে এই ঘটনার অনেক মিল পাওয়া গেছে। সংবাদপত্রটির খবরে বলা হয়েছে, ‘চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন এই দুজনকে বিষ প্রয়োগ করা হয়েছে আর সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের মতো একই ধরণের লক্ষণ দেখা গেছে।’

বুধবার পুলিশের তরফে জানানো হয়েছে, ওই নারী ও পুরুষকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সতর্কতা হিসেবে সেই এলাকা ঘিরে রাখা হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বশেষ খবর
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
ভোটকক্ষে বসে মোবাইল ব্যবহার, কান ধরে ক্ষমা চাইলেন পোলিং এজেন্ট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
কেন্দ্রে নারী ভোটারের দীর্ঘ লাইন, বেশি পড়েছে পুরুষ ভোট
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
হঠাৎ ক্ষমা চেয়ে ফেরার চিঠি রোমান সানার!
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও