X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো সবার সামনে আসছে উদ্ধারকৃত থাই শিশুরা

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৮, ১৬:২২আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৮:০৭

থাই গুহা থেকে উদ্ধার হওয়ার পর প্রথমবারের মতো সবার সামনে কথা বলতে যাচ্ছে আটকে পড়া সেই কিশোর ফুটবল দল। বুধবার সন্ধ্যায় তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রথমবারের মতো সবার সামনে আসছে উদ্ধারকৃত থাই শিশুরা গত ২৩ জুন ফুটবল অনুশীলন শেষে ২৫ বছর বয়সী কোচসহ ওই ১২ কিশোর ফুটবলার থাম লুয়াং গুহাটির ভেতরে ঘুরতে গিয়েছিল। কিন্তু বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়ে। টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় ১২ কিশোর ফুটবলারসহ তাদের কোচকে শনাক্ত করেন ডুবুরিরা। রবিবার (৮ জুলাই) থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। ৩ দিনের সফল অভিযানের মধ্য দিয়ে সবাইকে বের করে আনা হয়।

উদ্ধার করার সঙ্গে সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ওই শিশু ফুটবলারদের হাসপাতালে নেওয়া হয়। সংক্রমণ এড়াতে তাদের রাখা হয় সুরক্ষিত কক্ষে। তবে বুধবার ৪৫ মিনিটের জন্য সংবাদ সম্মেলনে অংশ নেবে তারা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার শুরু হবে সংবাদ সম্মেলন। এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘থাইল্যান্ড মুভস ফরোয়ার্ড’।

আগে থেকেই সাংবাদিকদের জমা দেওয়া প্রশ্নের উত্তর দেবেন কিশোর ও তাদের কোচ। দেশটির মন্ত্রণালয়ের কর্মকর্তা তাওয়াতচাই থাইকেও বলেন, ‘আমরা জানি না শিশুরা তাদের ‍হৃদয়ে কতটা ক্ষত বয়ে বেড়াচ্ছে। সংবাদমাধ্যমের অতি আগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শিশুদের এখন একটু একা থাকা প্রয়োজন।

ওই কর্মকর্তা বলেন, মিডিয়া জানে শিশুরা কঠিন সময় পার করছে। তাই জটিল প্রশ্ন করা থেকে বিরত থাকা জরুরি। দেশটির সম্প্রচারমাধ্যমগুলো রসিকতা করে জানায়, ‍শিশুদের এই সংবাদ সম্মেলনে টিআরপি অনেক বেড়ে যাবে।

প্রথমবারের মতো সবার সামনে আসছে উদ্ধারকৃত থাই শিশুরা

তারা বলেন, ‘এটাই সবাই শুনতে চায়, এটা বন্ধও করবে না, চ্যানেলও পাল্টাবে না। দেশটির সেনাবাহিনী ও সরকারের কঠিন আলোচনা শুনতে শুনতে ক্লান্ত।’ থাইল্যান্ড মুভস ফরোয়ার্ড অনুষ্ঠানটি তাই বিপুল সংখ্যক দর্শক দেখবে।

থাইল্যান্ডের এই উদ্ধার অভিযানে নজর রেখেছিল পুরো বিশ্ব। উদ্ধারের পর উত্তেজনা কিছুটা স্তিমিত হয়ে গেলেও এখন আবার জেগে উঠেছে আগ্রহ। সবাই অধীর আগ্রহে থাই শিশুদের কথা শোনার জন্য অপেক্ষা করছেন।  

দেশটির একজন ট্যুর অপারেটর বলেন, ‘সাংবাদিকরা ফিরে এসেছেন। আমি বিমানবন্দর থেকে জাপানি এক সাংবাদিককে নিয়ে এলাম।’

 

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
ডর্টমুন্ডের দুর্গে ইতিহাস গড়তে পারবে পিএসজি? 
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে বন্দরগুলোতে আমদানি-রফতানি বন্ধ
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
মে দিবসে রাজপথে স্লোগানমুখর শ্রমজীবীরা
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’