X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কাতারকে বর্জনে সৌদি, আমিরাতকে ‘না’ সাউথ আফ্রিকার

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৮, ২৩:১৯আপডেট : ২১ জুলাই ২০১৮, ২৩:২৬

কাতারকে বর্জন করতে সাউথ আফ্রিকার ওপর চাপ প্রয়োগ করেছিল সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সেই চাপ প্রত্যাখ্যান করেছে সাউথ আফ্রিকা। কারণ নেলসন ম্যান্ডেলা যে জন্য লড়াই করেছিলেন, এটা ছিল সেই মূল্যবোধের বিরুদ্ধে। তিনি অন্যদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার পক্ষপাতী ছিলেন। দোহায় ম্যান্ডেলার এক স্মরণসভায় এসব কথা বলেন কাতারে নিযুক্ত সাউথ আফ্রিকার দূত ফাইজেল মুসা। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

কাতারকে বর্জনে সৌদি, আমিরাতকে ‘না’ সাউথ আফ্রিকার ফাইজেল মুসা বলেন, কাতারের সঙ্গে সাউথ আফ্রিকার সম্পর্ক অব্যাহতভাবে বেড়েছে। ২০১৭ সালের জুনে সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের পর দুই দেশের বাণিজ্যিক লেনদেন বেড়েছে ৭০ শতাংশ। এছাড়া আরও পারস্পরিক বিনিয়োগ অব্যাহত থাকবে।

বিশ্ব বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সর্ববৃহৎ রফতানিকারক প্রতিষ্ঠান কাতারগ্যাস। এই প্রতিষ্ঠানটির থেকে প্রাপ্ত ডেলিভারি এবং সাউথ আফ্রিকায় বিনিয়োগকারী কাতারি ব্যবসায়ীদের জন্য একটি নতুন কেন্দ্র তৈরি করা হচ্ছে।

কথিত সন্ত্রাসবাদের অভিযোগ তুলে ২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চার আরব দেশ। স্থলপথে অবরুদ্ধ করে ফেলা হয় দেশটিকে। তবে সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান করে দোহা বলেছে, কাতারে সরকার পরিবর্তনের জন্যই ওই অন্যায্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিরুদ্ধে সোচ্চার হয় রিয়াদ। রাশিয়ার কাছ থেকে কাতারের অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের ব্যাপারেও আপত্তি তোলে সৌদি আরব। এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-কেও চিঠি দেয় দেশটি। তবে সৌদি আরবের ওই দাবি নাকচ করে দেয় মস্কো। রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষের সদস্য ও প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির উপ-চেয়ারম্যান আলেক্সেই কন্দ্রাতিয়েভ বলেছেন, সৌদি আরব বিরোধিতা করলেও কাতারকে এই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া।

আলেক্সেই কন্দ্রাতিয়েভ জানান, রাশিয়া ও কাতারের মধ্যে যে কোনও ধরনের চুক্তির বিরোধিতা করতে সৌদি আরবকে নিয়মিতই বলে আসছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্সের দৈনিক পত্রিকা লে মন্ডে জানায়, সৌদি আরবের বাদশাহ সালমান এ ইস্যুতে কাতারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। কাতার যদি রাশিয়ার নির্মিত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিকসহ প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ নেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। ফরাসি প্রেসিডেন্টকে লেখা চিঠিতে তিনি এ নিয়ে সৌদি আরবের উদ্বেগের কথা জানান।

উল্লেখ্য, অবরোধ প্রত্যাহারের জন্য গত বছর কাতারকে কয়েকটি শর্ত বেঁধে দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এসব শর্তের মধ্যে রয়েছে, আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া, কাতারের মাটি থেকে তুরস্কের সামরিক ঘাঁটি উচ্ছেদ করা, মিসরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রভৃতি। তবে এসব দাবির কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে দোহা বলেছে, সৌদি জোট কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। সূত্র: মিডল ইস্ট মনিটর, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?