X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে বুধবারও বেড়েছে তেলের দাম

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৪:৫৮

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও যুক্তরাষ্ট্র খনিজ তেলের উত্তোলন বাড়ানোর পরও বুধবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আগামী মাস থেকে ইরানের জ্বালানি শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হতে যাওয়ায় আগেই এমন ধারণা করা হয়েছিল। এর ফলে চার বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্ববাজারে বুধবারও বেড়েছে তেলের দাম

 বুধবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ব্রেন্টের দাম ছিল ৮৪.৮৯ মার্কিন ডলার যা আগের দামের চেয়ে ৯ সেন্ট বেশি। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট-ডব্লিউটিআই’র দাম ৫ সেন্ট বেড়ে হয়েছে ৭৫.২৪ ডলার। ব্যবসায়ীরা বলছেন, আগামী ৪ নভেম্বর থেকে ইরানের তেল রফতানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খবরের কারণেই বিশ্ব বাজারের তেলের দাম বাড়ছে।

২০১৪ সালের নভেম্বর মাসের পর এই সপ্তাহের প্রথম দিকে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম এই পর্যায়ে পৌঁছেছে। গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে দুই ধরনের তেলের দাম যথাক্রমে ২০ ও ১৭ শতাংশ বেড়েছে। এরপরও ব্যবসায়ীরা বলছেন, ডলারের শক্তিশালী অব্স্থার কারণে তেলের দাম এখনও তেমন বাড়েনি। তবে অভ্যন্তরীণভাবে অন্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য তেল আমদানি আরও বেশি ব্যয়বহুল হবে। এছাড়া যুক্তরাষ্ট্র তেল উত্তোলন বাড়ানোয় ডলারের দাম আরও বাড়বে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট-এপিআই মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই সপ্তাহে বাণিজ্যিক অপরিশোধিত তেল উত্তোলনের পরিমান ৯ লাখ ৭ হাজার ব্যারেল বাড়িয়েছে। পরিশোধিত তেলের উৎপাদন এখন প্রতিদিন এক লাখ ৫৮ হাজার ব্যারেল। এছাড়া আনুষ্ঠানিকভাবে সরকারি তথ্য-উপাত্ত বুধবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন।

ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের এমন বিরামহীন তেল উৎপাদনের কারণে মজুতও বাড়ছে। মঙ্গলবার বার্রলেইস ব্যাংক এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আশা করি যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন এই বছরের মধ্যে প্রতিদিন এক কোটি ১৩ লাখ ব্যারেলে পৌঁছাবে।’ এর অর্থ হলো যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ