X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাংলাদেশি রেস্টুরেন্টের জন্য সম্মাননা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৯ অক্টোবর ২০১৮, ২০:৫২আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ২০:৫৬

যুক্তরাজ্যে প্রথমবারের মতো বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর জন্য সম্মাননার ব্যবস্থা করা হচ্ছে। মোহাম্মদ মুনিম নামের একজন ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তা এ উদ্যোগ নিয়েছেন। এর নাম দেওয়া হয়েছে এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ড (এআরটিএ)। দেশটিতে এশীয় কমিউনিটির রেস্টুরেন্টগুলোর জন্য এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি খাবারের স্বাদ উদযাপন এবং একইসঙ্গে শেফ ও রেস্তোরাঁ মালিকদের সম্মানিত করা। এছাড়া যুক্তরাজ্যে এশীয় খাবারকে আরও জনপ্রিয় করে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

মোহাম্মদ মুনিম মোহাম্মদ মুনিম এই সম্মাননাকে যুক্তরাজ্যের আতিথেয়তা খাতের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন। সম্মাননার জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক রেস্টুরেন্ট ও তাদের হাজার হাজার ক্রেতাদের অভিমতের বিষয়টি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সারাদেশ থেকে বাছাইকৃত রেস্তোরাঁ নির্বাচনে টেকনোলজি পার্টনারদের সহায়তা নেওয়া হবে।

মোহাম্মদ মুনিম বলেন, রান্না, সংস্কৃতি এবং নিজ সম্প্রদায়ের জন্য আমার সমন্বিত আবেগ থেকে এই যাত্রা শুরু।

তিনি বলেন, আমি যুক্তরাজ্যজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা চমৎকার সব এশিয়ান রেস্টুরেন্ট দেখেছি।

মোহাম্মদ মুনিম বলেন, ‘ইতিহাস মনে রাখাটা গুরুত্বপূর্ণ। তবে পরবর্তী প্রজন্মের প্রতিও সম্মান দেখাতে হবে। একেবারে শুরু থেকেই আমি এমন একটা মুহূর্ত দেখতে চেয়েছি যেখানে দক্ষিণ এশীয় খাবার হবে ব্যাপক জনপ্রিয়। আমি চেয়েছি পুরো সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে।’

গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রথমবারের মতো এ সম্মাননা দেওয়া হয়। সেখানে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে রান্নার স্টাইল এবং জনপ্রিয়তার জন্য সম্মানিত করা হয়।

এই আয়োজন নিয়ে খুশি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এক বার্তায় তিনি বলেন, এই গৌরবজনক পুরস্কারগুলো প্রতিভাবান ব্রিটিশ এশিয়ান শেফ এবং অত্যন্ত দক্ষ পরিষেবা উদযাপনের একটি চমৎকার সুযোগ।

/এমপি/
সম্পর্কিত
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে