X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সৌদি কনস্যুলেট কর্মকর্তাদের দায়মুক্তি সুবিধা প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ১৮:১৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ০৯:৩৯
image

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিয়োজিত কনসাল জেনারেল ও অন্য কর্মীদের দেওয়া দায়মুক্তির সুবিধা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট। তিনি মনে করেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে এ দায়মুক্তির সুবিধা প্রত্যাহার করা জরুরি। ১৯৬৩ এর ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশন্স এর আওতায় দূতাবাসকর্মীদের বেশ কিছু ক্ষেত্রে দায়মুক্তি সুবিধা রয়েছে।

ব্যাচেলেট
জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর আর বের হন নি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।

কূটনৈতিক সুবিধার আওতায় দায়ীরা যেন ছাড় না পান তা নিশ্চিত করতে তাদেরকে দেওয়া দায়মুক্তি সুবিধা প্রত্যাহারের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট। মঙ্গলবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে ব্যাচেলেট বলেন, ‘খাশোগির নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যেরকম গুরুতর রূপ ধারণ করেছে, তাতে আমি বিশ্বাস করি সংশ্লিষ্ট স্থান ও কর্মকর্তাদেরকে ১৯৬১ এর ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশন্স এর মতো চুক্তিগুলোর আওতায় দেওয়া অনতিক্রম্যতা কিংবা দায়মুক্তি অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া উচিত।’ ব্যাচেলেট মনে করিয়ে দেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী জোরপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব গুরুতর অপরাধ। তিনি বলেন, ‘কী ঘটেছে এবং কে দায়ী তা নিয়ে চলমান তদন্ত ব্যাহত করতে দায়মুক্তি সুবিধা ব্যবহার করতে দেওয়া যাবে না।

ব্যাচেলেট মনে করেন, খাশোগির কনস্যুলেটে প্রবেশ ও এরপর থেকে তার হদিস না মেলার ব্যাপারে স্পষ্ট প্রমাণ রয়েছে, সেদিক থেকে খাশোগির কী হয়েছে সে ব্যাখ্যা দেওয়ার ভার সৌদি আরবের ওপরই নির্ভর করছে।

খাশোগির সন্ধান চেয়ে বিক্ষোভ

এদিকে সোমবার রাতে তুর্কি পুলিশের একটি তদন্ত দল ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করে। সেখানে প্রায় ৯ ঘণ্টা তল্লাশি শেষে মঙ্গলবার ভোরে তারা দূতাবাস ত্যাগ করেন। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুসন্ধানী দলটিতে অপরাধ তদন্ত বিভাগের ১০ জন সদস্য ছিলেন। তারা চারটি গাড়িতে করে এসে সৌদি কনস্যুলেটের বাইরে থামেন। তারা সেখানকার বাগানের মাটির নমুনা ও একটি ধাতব দরজা নিয়ে গেছেন। এই তদন্ত দলে পুলিশের একটি প্রশিক্ষিত কুকুরও ছিল। একই সময় সৌদি আরবে একটি তদন্ত দলও কনস্যুলেটের ভেতরে অনুসন্ধান চালিয়েছে। কনস্যুলেটে তল্লাশি করে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়ার দাবি করেছেন তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র সংবাদমাধ্যম আল জাজিরা’কে বলেছে, ‘জামাল খাশোগিকে সৌদি কনস্যুলেটের মধ্যেই হত্যা করা হয়েছে—নিজেদের এমন দাবির সপক্ষে প্রমাণ পেয়েছেন তারা।' 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,সৌদি আরব জামাল খাশোগির নিহত হওয়ার বিষয়টি স্বীকার করতে যাচ্ছে। সূত্রকে উদ্ধৃত করে আরেক মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে,’খাশোগি নিহতের’ ঘটনায় সৌদি আরব ব্যাখ্যা সাজিয়েছে। সৌদি আরবের নতুন ভাষ্য হবে,যুবরাজ মোহাম্মদ বিন সালমান খাশোগিকে জিজ্ঞাসাবাদ বা আটক করে দেশে নিয়ে আসার বিষয়টি অনুমোদন করেছিলেন। কিন্তু গোয়েন্দা কর্মকর্তারা তা করতে ব্যর্থ হন। একজন গোয়েন্দা কর্মকর্তা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভুলবশত তাকে হত্যা করেন। পরে ওই কর্মকর্তা নিজেকে বাঁচানোর জন্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

/এফইউ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
কলকাতা স্টেশনে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু