X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ক্রিমিয়ায় কলেজে বিস্ফোরণে নিহত ১৮

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৯:১২আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:১৪

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার একটি কলেজে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এছাড়া ওই ঘটনায় অনেকেই আহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কের্চ শহরের একটি টেকনিক্যাল কলেজে ‘শনাক্ত না হওয়া একটি বিস্ফোরক ডিভাইস’ বিস্ফোরিত হলে এসব হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা একে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। বিস্ফোরণের পর কলেজটি ঘিরে ফেলে রুশ কর্তৃপক্ষ
আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অংশ হলেও ২০১৪ সালে অঞ্চলটি দখল করে নেয় রাশিয়া। পরে এক ভোটের মাধ্যমে নিজেদের মধ্যে সংযুক্ত করে নিলেও আন্তর্জাতিক সম্প্রদায় ওই ভোটকে বিতর্কিত বলে আখ্যা দেয়। কের্চ শহরের সঙ্গে রাশিয়াকে যুক্ত করতে সম্প্রতি একটি সেতু নির্মাণ করেছে মস্কো।  বুধবার ওই শহরের একটি কলেজেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাশিয়ার ন্যাশনাল গার্ডের এক কর্মকর্তা বলেছেন, বিস্ফোরণের ঘটনাটি একটি সন্ত্রাসী কার্যক্রম। সের্গেই মেলিকভ নামের ওই কর্মকর্তা বলেন, একটি ইম্প্রোভাইসড বিস্ফোরক ডিভাইস দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, হতাহতদের বেশিরভাগই টেকনিক্যাল কলেজটির শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, প্রয়োজন পড়লে আহতদের উদ্ধার করতে চারটি সামরিক বিমান প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সামরিক হাসপাতালও।

তদন্তাকারীদের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধাতব বস্তু’ ভর্তি বিস্ফোরক ডিভাইসটি কলেজের ডাইনিং এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

কলেজটির পরিচালক রুশ সংবাদমাধ্যমকে বলেছেন অপরিচিত সশস্ত্র ব্যক্তিরা ভবনে ঢুকে পড়ে। তবে ক্রিমিয়ার রুশ সমর্থিত নেতা সের্গেই আকসেনভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, ‘বিস্ফোরনের পর গোলাগুলির যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।  হতাহতদের স্মরণে তিনদিনের শোক ঘোষণা করেছেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকার স্কুল এবং প্রাথমিক স্কুল খালি করে ফেলা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমলো পেঁয়াজের দাম
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন কত?
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?