X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৪১ বেসামরিক নিহত

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৮, ১৮:৩১আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৮:৩৬

যু্দ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি মসজিদে মার্কিন সামরিক জোটের বিমান হামলায় দুই দিনে অন্তত ৪১ জন বেসামরিক নিহত হয়েছেন। এরমধ্যে ১০ জন শিশুও ছিলো। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৪১ বেসামরিক নিহত সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সিরিয়ার চলমান সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান বিপরীতধর্মী। বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় যুক্তরাষ্ট্র। এ জন্য তারা আসাদ সরকারের বিদ্রোহ ঘোষণাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে আসাদ সরকারের দাবি, আইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র মূলত বিদ্রোহীদের সহযোগিতা করতে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। আর রাশিয়া বাশার আল আসাদকে ক্ষমতায় দেখতে চায়। আসাদ সরকারের সমর্থনে রাশিয়া-ইরানও আইএস এবং বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। সিরিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছায়াযুদ্ধে মেতে উঠেছে বলে অনেকেই মনে করেন।

রবিবার এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। সংস্থাটি জানায়, নিহতদের অনেকেই আ্ইএস সেনাদের আত্মীয়। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭০ দাবি করা হয়েছে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার জুমার নামাজের সময় হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এই মসজিদকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো আইএস। মার্কিন সমর্থিক বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সহায়তায় এই হামলা চালানো হয় বলে জানায় তারা।

জোটের মুখপাত্র কর্নেল সন রায়ান বলেন, যদিও আমরা এমন সময়ে হামলা চালিয়েছি যখন বেসামরিকদের উপস্থিতি বেশি থাকবে। তারপরও আমাদের এটা করতে হয়েছে। কারণ এমন স্থাপনা ব্যবহার করে আইএস ইতোমধ্যে যুদ্ধ আইন ভঙ্গ করেছে এবং আমরা ওই স্থানে হামলার বৈধতা পেয়েছি। তিনি আরও বলেন, সামরিক জোট ওই মসজিদকে পর্যবেক্ষণে রেখেছিলেন। এই হামলায় ২২ জন আইএস সদস্য নিহত হয়েছে বলে দাবি তার।

 

/এমএইচ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ
হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার