X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাগদত্তা হাতিসের স্মৃতিতে অমলিন থাকবেন খাশোগি

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ১৩:৫৪আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৪:২৮
image

জীবনের ওপারে চলে গেলেও হত্যাকাণ্ডের শিকার সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে ভুলতে চান না তার বাগদত্তা হাতিস চেঙ্গিস। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খাশোগি তার স্মৃতিতে অমলিন থাকবেন। সামনের দিনগুলোতে তার দেখানো পথেই হাঁটবেন হাতিস।
হেতিস চেঙ্গিস

বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। খাশোগি নিখোঁজ হওয়ার দিনে তার সঙ্গেই ছিলেন তুর্কি বাগদত্তা হাতিস চেঙ্গিস। সম্প্রতি তিনি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তাদের হৃদয়গত লেনাদেনা মাত্র ৬ মাসের। মধ্যপ্রাচ্য বিষয়ক এক সম্মেলনে পরিচয়। খাশোগি সেখানে ছিলেন বক্তা। হাতিস উপস্থিত ছিলেন গবেষক হিসেবে। প্রাথমিক পরিচয়ের সেই অনুভূতির কথা জানাতে গিয়ে হাতিস এবিসি নিউজকে বলেন, ‘এ ধরনের একজন প্রখ্যাত সাংবাদিক ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে আমি অবিশ্বাস্য রকমের দৃঢ় মনোবল অর্জন করেছিলাম।’

এবার মিডলইস্ট মনিটরকে হাতিস বললেন, ‘জামাল আমার স্মৃতিতে অমলিন থাকবেন, একজন শিক্ষক হিসেবে, অনুসরণীয় এক ব্যক্তিত্ব হিসেবে। বিয়েটা আমাদের পুরোপুরি সম্পন্ন হয়নি ঠিকই, তবে আমার কাছে জামাল এমন একজন মানুষ, যার সঙ্গে থাকাটা আমার জন্য ছিল চূড়ান্ত আনন্দের এক অভিজ্ঞতা, তা যত কম সময়ের জন্যই হোক না কেন।’

হাতিস জানিয়েছেন, খাশোগির দেখানো পথেই তিনি শিখতে থাকবেন, তার দেখানো পথেই চিন্তা করবেন। ‘সবসময় আমি চিন্তা করব, যদি জামাল জীবত থাকতেন, তাহলে তিনি নিজে কী করতেন, আমাকে কী করতে বলতেন, তিনি আমাকে কী পরামর্শ দিতেন। জামাল আমার কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন, আমৃত্যু তিনি তা-ই থাকবেন। আমি তার পরামর্শ-নীতি আর দেখানো পথই অনুসরণ করে যাবো’- বলেন হাতিস।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে