X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিশ্বনেতাদের প্রতি জাতীয়তাবাদ বর্জনের আহ্বান ম্যাক্রোঁর

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ২৩:০৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১০:২৮

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার শত বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়তাবাদ বর্জন করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ প্যারিসে উপস্থিত নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জাতীয়তাবাদকে ‘দেশপ্রেমের প্রতি বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভাষণ প্রদানকালে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ তার ভাষণে বলেন, ‘‘ আপনারা ‘আমাদের স্বার্থই প্রথম আর অন্যদের বিষয় মনে রেখ না’ বলার মাধ্যমে একটি জাতির সবচেয়ে মূল্যবান জিনিসকেই বাতিল করে দিচ্ছেন আর তা হলো তার নৈতিক মূল্যবোধ।’’

২০ মিনিটের ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার সহকর্মীদের প্রতি ‘শান্তির জন্য সংগ্রাম’ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘অপসারণের মোহে এই আশা ধ্বংস করে সহিংসতা বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হলে তা বিশাল ভুল হবে যার জন্য ভবিষ্যত প্রজন্ম নিশ্চিতভাবে আমাদের দায়ী করবে।’

১৯১৪ সাল থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ৯৭ লাখ সেনা ও এক কোটি বেসামরিক মানুষ নিহত হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর বেলা ১১টার সময় বিউগল বাজিয়ে ওই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতিবছর ওই সময় প্যারিসের সব চার্চে ঘণ্টা বাজানো হয়।

রবিবার দিনটি উপলক্ষে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্যারিসের আর্ক ডি ত্রিয়োমফি নিচে থাকা অজ্ঞাত সেনার কবর পর্যন্ত হেটে যান। একই সময় সারা শহরের চার্চগুলোতে ঘণ্টা বাজানো হয়।

প্রথম বিশ্বযুদ্ধের অস্ত্রবিরতির শত বছর পূর্তি অনুষ্ঠানে বেশ কয়েকজন বিশ্বনেতা নিজেদের মধ্যে দ্বি-পাক্ষিক বৈঠকও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন আর সবকিছু ঠিকই চলছে।

/আরএ/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
ব্রাজিলে বৃষ্টি ও বন্যায় নিহত অন্তত ৩৯
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত