X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মরিচের গুঁড়া নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেফতার ১

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৮:৫০আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৮:৫৬
image

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চোখে এবার মরিচের গুঁড়া ছুড়ে মেরেছে এক ব্যক্তি৷ মঙ্গলবার (২০ নভেম্বর) দিল্লির সচিবালয়ে মুখ্যমন্ত্রীর কক্ষের ঠিক বাইরে এ ঘটনা ঘটে। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। এর জন্য পুলিশের গাফিলতিকে দায়ী করেছে তারা।

কেজরিওয়াল (বামে) অভিযুক্ত ব্যক্তি (ডানে)
পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্তের নাম অনিল কুমার। যে সময় এই ঘটনাটি ঘটে, তখন অরবিন্দ কেজরিওয়াল মধ্যাহ্নভোজনে যাচ্ছিলেন। আচমকাই তার সামনে এসে হাজির হন এক মাঝবয়সী ব্যক্তি। কেজরিওয়ালের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি কেজরিওয়ালের মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। এক পর্যায়ে ধস্তাধস্তি করতে গিয়ে কেজরিওয়ালের চশমাও মাটিতে পড়ে ভেঙে যায়। তবে ঠিক কী কারণে আম আদমি পার্টি প্রধানের উপর এমন হামলা চালানো হল, তা এখনও জানা যায়নি।

দিল্লির নারায়ণার বাসিন্দা অনিলকে সঙ্গে সঙ্গে আটক করেছে পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্দ্রপ্রস্থ থানায়। পুলিশকে উদ্ধৃত করে আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, কেজরিওয়াল যখন সচিবালয়ের তার ঘর থেকে বেরোচ্ছিলেন তখনই এই ব্যক্তি চিৎকার করতে শুরু করেন, ‘গুলি করে দেব-গুলি করে দেব’ বলে। নিরাপত্তারক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই দিল্লির মুখ্যমন্ত্রীর একদম কাছে পৌঁছে যান ওই ব্যক্তি।

মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস নিরাপত্তাবেষ্টনীতে থাকেন কেজরিওয়াল। একইসঙ্গে ২৫ জন পুলিশকর্মী সারাক্ষণ তাকে ঘিরে থাকেন। এত কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে কীভাবে ওই ব্যক্তি কেজরির মুখে মরিচের গুঁড়া ছুড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লি পুলিশকে দোষারোপ করেছে তারা। টুইটারে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দিল্লিতেও মুখ্যমন্ত্রী নিরাপদ নন।’  পুলিশ জানিয়েছে, সুরক্ষিত আছেন মুখ্যমন্ত্রী। চোখে মরিচের গুঁড়া লাগেনি বলেও জানিয়েছে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, ৫০ বছর বয়সী অরবিন্দ কেজরিওয়াল এর আগেও একাধিকবার বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছেন। কালি, চড়, জুতো ছুড়ে মারার মতো ঘটনা এর আগেও ঘটেছে তার সঙ্গে।

/এফইউ/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সর্বশেষ খবর
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ