X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে সামরিক শাসন জারির আদেশ প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ২০:৪৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৪৭

ইউক্রেনে মার্শাল ল বা সামরিক শাসন জারি করতে একটি আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট পেট্রো পোরোশেনকো। সোমবার স্বাক্ষরিত আদেশে, ৬০ দিনের জন্য সামরিক শাসন চালু করার কথা বলা হয়েছে। তবে আদেশটি কার্যকর হওয়ার জন্য পার্লামেন্টের অনুমোদন দরকার পড়বে। প্রেসিডেন্টের দফতরের ওয়েবসাইটের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে সামরিক শাসন জারির আদেশ প্রেসিডেন্টের

রবিবার ইউক্রেনের তিনটি সামরিক জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে রাশিয়া। পরে জাহাজগুলো জব্দ করে রাখা হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আবারো উত্তেজনা শুরু হয়েছে। এরই মধ্যে এই সেনাশাসন জারির উদ্যোগ নেওয়া হলো। সোমবার সন্ধ্যায় ইউক্রেনের পার্লামেন্টে প্রেসিডেন্টের এই আদেশের ব্যাপারে বিতর্ক হবে। তবে টেলিভিশনে সম্প্রচারিত সংসদীয় কমিটির এক বৈঠকে আদেশটিকে সর্বসম্মতভাবে সমর্থন জানানো হয়েছে।

ইউক্রেনের সামরিক শাসনের আইনে বেশকিছু দমন নীতির অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে চলাফেরা ও শান্তিপূর্ণ সমাবেশে বিধি-নিষেধ, কারফিউ এবং সংবাদমাধ্যমের ওপর প্রতিবন্ধকতা। তবে এই আদেশে এসব বিধি-নিষেধের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

রিজার্ভ ফোর্সকে সক্রিয় করা, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা, সাইবার নিরাপত্তা জোরদার করতে জরুরি পদক্ষেপ নেওয়া ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ১১টি নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউক্রেনে আগামী মার্চ মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এই আদেশে সে বিষয়ে কোনও কিছুই বলা হয়নি। তাই পোরোশেনকোর এই পদক্ষেপে সমালোচক ও বিরোধীরা অভিযোগ করছেন, নির্বাচন বিলম্বিত করার জন্য প্রেসিডেন্ট সেনা শাসনকে ব্যবহার করছেন।

/আরএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়