X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনি প্রেসিডেন্টকে হত্যার ডাক অবৈধ বসতি স্থাপনকারীদের

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪৮

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হত্যার ডাক দিয়েছে দেশটিতে বলপূর্বক অবৈধ বসতি স্থাপনকারী কট্টরপন্থী ইহুদিরা। এমন আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে পোস্টারও লাগিয়েছে দখলদার বসতি স্থাপনকারীরা। পশ্চিম তীরের নাবলুস শহর সংলগ্ন এলাকাতে দেখা মিলেছে এমন পোস্টারের। যে এলাকায় এগুলো সাঁটানো হয়েছে সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি প্রেসিডেন্টকে হত্যার ডাক অবৈধ বসতি স্থাপনকারীদের পোস্টারে মাহমুদ আব্বাসকে ‘সন্ত্রাসীদের সমর্থক’ হিসেবে উল্লেখ করা হয়।

এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বিবৃতিত বলা হয়, প্রেসিডেন্টকে এভাবে হত্যার হুমকি সব সীমা অতিক্রম করেছে।

রামাল্লায় ফিলিস্তিনের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ হুমকিকে গুরুতরভাবে নেওয়ার কথা বলেন মন্ত্রিসভার সদস্যরা। এর নিন্দায় আওয়াজ তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তারা।

প্রেসিডেন্টকে হত্যার উসকানি দেওয়া থেকে সৃষ্ট যে কোনও পরিণতির জন্য পুরোপুরিভাবে ইসরায়েল দায়ী থাকবে বলেও সতর্কবার্তা উচ্চারণ করে ফিলিস্তিনের মন্ত্রিসভার সদস্যরা।

এদিকে সোমবার ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা শহরে অভিযান চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে দখলদার বাহিনী। ইসরায়েলের আটক কেন্দ্রগুলোতে বর্তমানে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।

সোমবার অভিযান চলাকালে ইসরায়েলি সেনারা বেশ কয়েকটি আবাসিক এলাকা ঘিরে ফেলে। তারা ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার সদর দফতরেও অভিযান চালায়।

পশ্চিম তীরের ক্ষমতাসীন দল পিএলও’র নির্বাহী সদস্য হানান আশরাফি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা প্রকাশ্য দিবালোকে ভঙ্গ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় কোনও দায় না নেওয়ায় তারা সহিংসতা চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা