X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সময়মতো ওষুধ সরবরাহ করবে শরীরের অভ্যন্তরে স্থাপিত যন্ত্র!

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:১২
image

তারবিহীন এক ইলেক্ট্রনিক যন্ত্র উদ্ধাবন করেছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির একদল বিজ্ঞানী। তাদের দাবি, যন্ত্রটি রোগীর শরীরে প্রবেশের পর রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। ক্যাপসুল সদৃশ যন্ত্রটি শরীরের অভ্যন্তরে প্রবেশের পর 'ওয়াই' আকৃতি ধারণ করবে। সঙ্কেত পাঠিয়ে দিলে নির্দেশনা মোতাবেক এটি শরীরের অভ্যন্তরে ওষুধ সরবরাহ করবে।  তাদের বিশ্বাস, এই উদ্ধাবন অস্ত্রোপচারজনিত প্রক্রিয়াকে সংক্ষিপ্ত করবে। বিজ্ঞানীদের আশা, যেসব রোগের ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধ  প্রয়োজন হয়, তা যথাযথ ও নিয়মিতভাবে শরীরে সরবরাহ করতে হয়, সেসব ক্ষেত্রে এই ডিভাইসের  ব্যবহার ইতিবাচক হবে।
সময়মতো ওষুধ সরবরাহ করবে শরীরের অভ্যন্তরে স্থাপিত যন্ত্র!

২০১৬ সালে ছয়টি ভাঁজ করা হাতের মতো অংশবিশিষ্ট তারাকৃতির ক্যাপসুল নকশা করেছিলেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনলজি-এমআইটির বিজ্ঞানীরা। কোনও অসুস্থ ব্যক্তি ওষুধসহ এটি  গিলে ফেললে ক্যাপসুল নামে ডাকা যন্ত্রটির মূল অংশ অনেকটা অস্পষ্ট অবস্থায় দ্রবীভূত হয়ে পড়ার কথা ছিল। এবার তারা যে যন্ত্রটি বানিয়েছেন, তা ওষুধসহ গিলে খেলে শরীরের অভ্যন্তরে গিয়ে ইংরেজির ওয়াই আকৃতি ধারণ করবে। সংকেত মেনে এক মাস শরীরে প্রয়োজন মাফিক ওষুধ সরবরাহের পর এটি ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হবে এবং একপর্যায়ে তা ক্রমশ ভেঙে ভেঙে এক পর্যায়ে শরীরের পরিপাক প্রক্রিয়ার মধ্য দিয়ে বের হয়ে আসবে।

গবেষকদের একজন জিওভান্নি ট্রাভেরসো আশা প্রকাশ করেন, ‘এই ব্যবস্থার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা পাওয়া যাবে। একটি সংকেতের মাধ্যমে যন্ত্রটিকে ওষুধ সরবরাহের নির্দেশনা ও ওষুধের পরিমাণ নির্ধারণ করে দেওয়া যাবে।’

থ্রিডি প্রিন্টেড ক্যাপসুল সদৃশ এই যন্ত্রটিকে ব্লু টুথ ব্যবহারের মাধ্যমেও বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ভবিষ্যতে একে সংক্রমণজনিত জটিলতা নির্ণয় ও অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া শনাক্তের ডিভাইসে পরিণত করার চেষ্টা করবেন বিজ্ঞানীরা। তাদের‍্য দাবি, শরীরে অন্য কোনও স্বাস্থ্যসরঞ্জাম থাকলে, সেটির সঙ্গেও এই যন্ত্রটি ব্যবহার করা যাবে।

প্রধান গবেষক ইয়ং লিন কং বলেন,  যন্ত্রটির তারবিহীন সংকেত ব্যবস্থা খুবই স্বতন্ত্র। এর নিজেকে পৃথক করে রাখার এক অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সুনির্দিষ্ট সংযোগ সৃষ্টির বাইরে কোনও অনাকাঙ্ক্ষিত সংযোগ তৈরিকে বাধাগ্রস্ত করবে। ব্যবহার করা অবস্থায় ক্যাপসুল/যন্ত্রটি তাই শরীরের বাদবাকি অংশের থেকে বিচ্ছিন্নই থাকবে। এতে শরীরের জন্য বাড়তি নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে।  

আপাতত একটি ছোট সিলভার অক্সাইড ব্যাটারি দিয়ে যন্ত্রটি পরিচালনার পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। তবে বিকল্পও সন্ধান করা হচ্ছে। এক্ষেত্রে বহিঃস্থ অ্যান্টেনা কিংবা পাকস্থলীতে উৎপন্ন এসিড ব্যবহার করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ