X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ‘শতাব্দীর সেরা চুক্তি’ নিয়ে নতুন ইঙ্গিত

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২২:১৫
image

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ফিলিস্তিন-ইসরায়েল শান্তি পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।  ইহুদি জামাতা জ্যারেড কুশনারের মস্তিষ্কপ্রসূত কথিত ওই শান্তি পরিকল্পনাকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ দাবি করে আসছেন ট্রাম্প। জুনে এই শান্তি পরিকল্পনা উন্মোচনের কথা থাকলেও তা হয়নি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও এর বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে কোনও সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে কয়েকটি সংবাদমাধ্যমের খবরে এর বিষয়বস্তুর একাংশ ফাঁস হয়েছে।

ট্রাম্পের ‘শতাব্দীর সেরা চুক্তি’ নিয়ে নতুন ইঙ্গিত

ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েল-ঘেঁষা। তবে ওবামা প্রশাসন ২০১৬ সালের ২৩ ডিসেম্বর (শুক্রবার) দীর্ঘদিনের রীতি ভেঙ্গে জাতিসংঘের ইসরায়েলি বসতিবিরোধী প্রস্তাবে ভেটো না দিয়ে নীরব ভূমিকা পালন করে । নিরাপত্তা পরিষদে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে এই প্রস্তাব পাসের পর ফিলিস্তিন প্রশ্নে ট্রাম্প-ওবামা দ্বন্দ্ব প্রকট হয়। ট্রাম্প তখন  টুইটারে লেখেন, ‘২০ জানুয়ারির পর পরিস্থিতি ভিন্ন হবে।’ কথা অনুযায়ীই ক্ষমতা গ্রহণের এক বছর না যেতেই ২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।  চলতি বছরের মে মাসে জেরুজালেমে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন তিনি। আর এই পুরো সময় ধরেই অব্যাহত থাকে তার কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি নিয়ে গুঞ্জন’।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তির বিষয়বস্তু গোপন রাখা হয়েছে এখনও। ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) প্রথমবারের মতো চুক্তির বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য এলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে। তবে এদিন নিরাপত্তা পরিষদের বৈঠকে ট্রাম্পের ‘শতাব্দীর সেরা চুক্তির’ বিষয়ে নতুন করে ইঙ্গিত দিলেও বিস্তারিত কিছু জানাননি হ্যালে। তিনি বলেন, ‘এটা দীর্ঘমেয়াদী। আরও অনেক বিস্তারিত বিবরণ থাকবে এতে। এই চুক্তিতে মধ্যপ্রাচ্যের বাস্তবতার  প্রতিফলন ঘটবে।’ হ্যালে দাবি করেন, শান্তি প্রক্রিয়ায় দুই পক্ষেরই অনেক পছন্দের ও অপছন্দের প্রস্তাবনা থাকবে। তিনি বলেন, ফিলিস্তিনিদের শান্তি আলোচনায় অংশ নেওয়ার সব সুযোগ আছে। এবারের প্রস্তাব পূর্বের চেয়ে ভিন্ন হবে। তবে প্রশ্ন হচ্ছে তারা এবার কি রাজি হবে।’

মার্কিন প্রশাসন কথিত ‘শতাব্দীর সেরা চুক্তি’র বিষয়বস্তু গোপন রাখলেও এরইমধ্যে সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে এ সংক্রান্ত কিছু তথ্য। গত বছর ডিসেম্বরের  নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চুক্তিতে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে ভূ-খণ্ড  বিনিময়ের কথা বলা হলেও কেন এবং কোন ভূ-খণ্ডের সঙ্গে কোন ভূ-খণ্ড বিনিময় করা হবে তা উল্লেখ করা হয়নি। আর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রাজি করাতে চুক্তির আওতায় সুন্নি আরব দেশগুলো ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়নে কয়েকশ মিলিয়ন অর্থ সহায়তার প্রস্তাব থাকবে। ২০১৮ সালের ৬ মে জেরুজালেম পোস্ট জানায়, শান্তি পরিকল্পনার আওতায় দখলকৃত পূর্ব জেরুজালেমের চারটি এলাকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেবেন ট্রাম্প।  ট্রাম্পের পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেমের জেবেল মুকাবার, ইসাউইয়া, সুয়াফাত ও আবু দিসের নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। এই অঞ্চলকেই ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করবার প্রস্তাব থাকবে ওই চুক্তিতে। 

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরবের মধ্যস্ততায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর অব্যাহত চাপ সত্ত্বেও তারা এই চুক্তি মেনে নিতে নারাজ।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস