X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ট্রেনযোগে চীন ছাড়লেন কিম

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৩৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৩:৪৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাষ্ট্রীয় সফর শেষে ট্রেনযোগে চীন ছেড়েছেন বলে জানিয়েছে রয়টার্স। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, তাদের একজন প্রত্যক্ষদর্শী চীনের রাজধানী বেইজিং থেকে একটি ট্রেন ছেড়ে যেতে দেখেছেন। এ সময় বেইজিং রেলওয়ে স্টেশনে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়। ধারণা করা হচ্ছে, এই ট্রেনের আরোহী ছিলেন কিম জং উন। কেননা, ইতোপূর্বেও তার সফরের সময় স্টেশনটিতে এমন নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছিল।

কিম জং উন উত্তর কোরিয়া বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবশ্য কিমের চীন ত্যাগের ব্যাপারে কিছু জানানো হয়নি।

নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে ‘বিকল্প ব্যবস্থা’র হুমকি দিয়ে সোমবার ট্রেনযোগে সস্ত্রীক চীন সফরে যান কিম জং উন। এ সময় তাদের সঙ্গে উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে তার এ সফর।

ইংরেজি নতুন বছরের বার্তায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কিম জং উন। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে তার দেশ অঙ্গীকারাবদ্ধ। তবে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে তার হাতে বিকল্প পথ অনুসন্ধান ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে কিম জং উনের এ বক্তব্য সম্প্রচার করা হয়। বক্তব্যে কিম বলেন, যুক্তরাষ্ট্রের দিক থেকে ইতিবাচক পদক্ষেপ এলে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী চীন। গত বছর থেকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কোন্নয়ন হয়েছে তাদের। গত জুনে সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেখানে পরমাণু নিরস্ত্রীকরণের ওপর জোর দেওয়া হয়। তবে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অস্বস্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, উত্তর কোরিয়া ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। তার ভাষায়, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে চীন হয়তো উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে দেশটি প্রতিবন্ধকতা তৈরি করছে। তবে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং।

/এমপি/
সম্পর্কিত
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ