X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১০ জানুয়ারি ২০১৯, ১২:৪৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৩:২০

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ অর্থ পাচারের আট দফা অভিযোগে বৃহস্পতিবার তাকে এ দণ্ড দেওয়া হয়। রায়ে প্রতিটি অভিযোগের জন্য তাকে চার থেকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে তাকে ৩২ থেকে ৫৬ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় সাজাপ্রাপ্ত প্রথম ব্যক্তি মায়া সান্তোস দেগুইতো। কারাদণ্ড ছাড়াও তাকে ১০৩ মিলিয়ন ডলারের জরিমানা করেছেন আদালত। তবে রায়ে হতাশার কথা জানিয়ে মায়ার আইনজীবী ডেমি কাস্টোডিয়ো জানিয়েছেন, তিনি এ বিষয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন। আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তার মক্কেলকে কারাগারে পাঠানোর সুযোগ নেই।

আদালতের রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে তহবিল হাতিয়ে নেওয়া এবং অজ্ঞাত ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ জমা করার বিষয়টি মায়া সন্তোস দেগুইতো নিজেই তত্ত্বাবধান করেছিলেন। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন মায়া সান্তোস দেগুইতো। তার দাবি, তিনি যা কিছু করেছেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই করতে হয়েছে।

আইনজীবী ডেমি কাস্টোডিয়ো বলেন, তার মক্কেল যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেখানকার দায়িত্ব পালনের জন্য তাকে দায়ী করার সুযোগ নেই। এমনকি ব্যক্তির অপারেশনাল কাজের সঙ্গেও তার কোনও সম্পর্ক নেই। কেননা তার দায়িত্ব ছিল কাস্টমার কেয়ার বিষয়ক। এ বিষয়টি তিনি আদালতের নজরে এনেছেন। ফিলিপাইনের সেই ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

মায়া সান্তোস দেগুইতো’র দাবি অবশ্য নাকচ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতের ২৬ পৃষ্ঠার রায়ে মায়ার এমন দাবিকে বড় ধরনের মিথ্যাচার হিসেবে উল্লেখ করা হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখার চারটি অ্যাকাউন্টে স্থানান্তর করে। সেখান থেকে তা দেশটির ক্যাসিনোগুলোতে চলে যায়।

এ ঘটনায় ব্যাংকের সিইও লরেঞ্জ তান জুপিটার শাখার ব্যবস্থাপক সান্তোস দিগুইতোকে দায়ী করে আসছেন শুরু থেকেই। তবে দিগুইতো বলেছেন, আর্থ কেলেঙ্কারির হোতারা তাকে দাবার ঘুঁটি বানিয়েছে। ব্যাংকের সিইও সবই জানতেন।

/এমপি/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ