X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে পাঁচ জনকে গুলি করে হত্যা, হামলাকারীকে খুঁজছে পুলিশ

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৯, ১২:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১২:১৪
image

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মা-বাবাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। ব্যাটন রগের দক্ষিণে অ্যাসসেনশন ও লিভিংস্টন প্যারিশে এ হত্যাকাণ্ড সংঘটনের পর একটি পিকআপ ট্রাকে করে পালিয়ে যায় সে। ডাকোটা থেরিওট নামের ২১ বছর বয়সী ওই বন্দুকধারীকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ডাকোটা থেরিওট
পুলিশকে উদ্ধৃত করে বিবিসি জানায়, শনিবার সকালে ব্যাটন রগের ২৫ মাইল দক্ষিণে গনজালেস শহরে একটি ট্রেইলার পার্কে পুলিশকে ডাকা হয়। জানানো হয়, সেখানে পারিবারিক বিরোধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছানোর এলিজাবেথ ও কিথ থেরিওট নামে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তারা তখনও জীবিত ছিলেন। দুইজনেরই বয়স ৫১ বছর। তারা পুলিশকে জানান, নিজেদের ছেলে ডাকোটাই তাদেরকে গুলি করেছে। তারা আরও জানান, সম্প্রতি ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। ওই দম্পতিকে হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান তারা।

অ্যাসসেনশন প্যারিশ শেরিফ ববি ওয়েবরে জানিয়েছেন, হামলাকারীর সঙ্গে অস্ত্র আছে এবং সে বিপজ্জনক হতে পারে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মা-বাবাকে হত্যার পর পার্শ্ববর্তী লিভিংস্টন প্যারিশে আরও তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করে ডাকোটা নামের ওই বন্দুকধারী। তারা হলেন-বিলি আর্নেস্ট (৪৩), সামার আর্নেস্ট (২০) ও ট্যানের আর্নেস্ট (১৭)। এদের কেউ হামলাকারীর আত্মীয় নন, তবে তারা তাকে চিনতেন।

অসমর্থিত সূত্রে বিবিসি জানিয়েছে, সামার আর্নেস্টের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ডাকোটার। বিলি আর্নেস্টের বোন ক্রিস্টাল ডেইয়ং মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘গত সপ্তাহে একটি জন্মদিনের অনুষ্ঠানে তার সঙ্গে আমার পরিবারের সদস্যদের দেখা হয়েছিল। তার আচরণ ভালো ছিল না।’  

ক্রিস্টাল জানান, সামার ও ট্যানের বিলিরই সন্তান।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন শুল্ক সমস্যা ন্যায্যতার মাধ্যমে সমাধান করা দরকার: চীনের রাষ্ট্রদূত
ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী আটক
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
সর্বশেষ খবর
যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, দেশের জন্য তত মঙ্গল: শামসুজ্জামান দুদু
যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন, দেশের জন্য তত মঙ্গল: শামসুজ্জামান দুদু
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর
ভারতীয় কর্নেল সোফিয়া কোরেশিকে নিয়ে মানুষের এত আগ্রহ কেন?
ভারতীয় কর্নেল সোফিয়া কোরেশিকে নিয়ে মানুষের এত আগ্রহ কেন?
আ.লীগের কারা বিএনপিতে আসতে পারবেন, জানালেন রিজভী
আ.লীগের কারা বিএনপিতে আসতে পারবেন, জানালেন রিজভী
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
র‌্যাব কর্মকর্তার লাশ উদ্ধার, চিরকুটে লেখা ‘আমার মৃত্যুর জন্য আমিই দায়ী’
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা
বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস