কাশ্মিরের এক বিদ্রোহী নেতার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপকে কেন্দ্র করে পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। ভবিষতে এ ধরনের ফোনালাপ হলে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও পাকিস্তানকে সতর্ক করা হয়েছে। ভারতের আপত্তি প্রত্যাখ্যান করে ইসলামাবাদ বলেছে, কাশ্মিরি নেতাদের সঙ্গে সবসময়ই যোগাযোগ বজায় রাখে পাকিস্তানের নেতৃত্ব। ফোন কলে নতুন কিছু হয়নি বলে দাবি তাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই কাশ্মির নিয়ে বিরোধ জিইয়ে রেখেছে ইসলামাবাদ ও দিল্লি। এই অঞ্চলের দখল নিয়ে দুটি যুদ্ধও করেছে ভারত ও পাকিস্তান। কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান পারস্পরিক গোলাগুলির সমান্তরালে চলে দোষারোপের খেলাও। ভারতের অভিযোগ, পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে। জঙ্গিদের সহায়তা দেওয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়ে আসছে দিল্লি। এরইমধ্যেই কাশ্মিরের বিদ্রোহী জোট অল পার্টিস হুরিয়াত কনফারেন্সের নেতা মিরওয়াইজ উমর ফারুকের সঙ্গে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা গেছে, সেদেশের পররাষ্ট্র সচিব বিজয় গোখালে বুধবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মাহমুদকে তলব করেন। পাকিস্তান ভারতের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছে উল্লেখ করে নিন্দা জানান বিজয় গোখালে। বিবৃতিতে দাবি হয়, পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠী অল পার্টিস হুরিয়াত কনফারেন্সের নেতা মিরওয়াইজ উমর ফারুককে ফোন করেছিলেন। এ ফোনালাপকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়।
ভারতের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের কর্মকাণ্ড প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপের শামিল।’
ভারতের আপত্তি প্রত্যাখ্যান করে পাল্টা বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়্ বিবৃতিতে বলা হয়, ‘আমরা আবারও মনে করিয়ে দিতে চাই যে কাশ্মির হলো ভারত ও পাকিস্তানের মধ্যকার অনিষ্পত্তিকৃত বিবাদপূর্ণ এলাকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও পাকিস্তান-ভারতের অসংখ্য নথিতে এর উল্লেখ আছে।’ কাশ্মিরি জনগণের সংগ্রামকে সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করাটা ‘হাস্যকর’ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।