X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ভুয়া বিশ্ববিদ্যালয়ের ফাঁদে ভারতীয় শিক্ষার্থীরা, দিল্লির ক্ষোভ

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩১
image

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতাসম্পন্ন বিদেশিদের ধরতেই ২০১৫ সালে একটি উদ্যোগ গ্রহণ করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতর। তাদের গোয়েন্দা কর্মকর্তারা পরিচয় গোপন করে ফার্মিংটন নামের ভুয়া একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞাপন প্রচার করতে থাকেন। সম্প্রতি সেখানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের মাঝে অভিযান চালিয়ে ১২৯ জন ভারতীয়কে গ্রেফতার করা হয়। ভারতীয় শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায়শনিবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। অবিলম্বে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। মার্কিন প্রসিকিউটরদের দাবি, বিশ্ববিদ্যালয় অবৈধ সে কথা জেনেই সেখানে ভর্তি হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা। অপরদিকে ভারতীয় কর্মকর্তাদের দাবি, শিক্ষার্থীদেরকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণাকারীদের মতো আচরণ করা ঠিক নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ফার্মিংটন নামের ভুয়া বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট এখন বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতরের গোয়েন্দাদের বিজ্ঞাপনে বলা হয়েছিল, মিশিগান রাজ্যে ফার্মিংটন বিশ্ববিদ্যালয়টির অবস্থান। বিজ্ঞপ্তিতে আন্ডারগ্রাজুয়েটদের জন্য বছরে ৮,৫০০ ডলার এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য বছরে ১১ হাজার ডলার ফি ধরা হয়। ওই বিজ্ঞপ্তিতে একটি ভুয়া ফেসবুক পেজের ছবিও জুড়ে দেওয়া হয়েছিল। এছাড়া এর সঙ্গে যুক্ত বিভিন্ন ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাস করছে, লাইব্রেরিতে বসে আছে ও ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। গত সপ্তাহে আদালত থেকে প্রকাশিত কাগজপত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্কবিষয়ক সংস্থার গোয়েন্দারাই বিশ্ববিদ্যালয়টির কর্মী সেজে আছেন। ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রচেষ্টা চালানোয় গ্রেফতার করা হয়, ১২৯ জন ভারতীয় শিক্ষার্থীকে।

শনিবার (২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র দফতর দিল্লিতে মার্কিন দূতাবাস বরাবর একটি ‘প্রতিবাদ পত্র’ পাঠায়। ওই প্রতিবাদ পত্রে ১২৯ ভারতীয় শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানানো হয়। দাবি করা হয়, আটককৃতদেরকে কনস্যুলার সুবিধা দেওয়ার।

পররাষ্ট্র দফতরের প্রতিবাদপত্রে বলা হয়, ‘আটককৃত শিক্ষার্থীদের মর্যাদা ও কল্যাণ নিয়ে আমরা উদ্বিগ্ন। আটককৃতদের কাছে যাওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদেরকে অবিলম্বে কনস্যুলার সুবিধা দেওয়ার দাবি পুনর্বার উচ্চারণ করছি।’

প্রতিবাদপত্রে আরও বলা হয়, ‘ঘটনার বিস্তারিত ও শিক্ষার্থীদের নিয়মিত তথ্যগুলো সরকারকে জানানো, যতো দ্রুত সম্ভব তাদেরকে বন্দিদশা থেকে মুক্তিপ্রদান এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিতাড়নের পথ অবলম্বন না করার জন্য যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দিল্লির প্রতিবাদপত্র পাওয়ার কথা নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ যে প্রথমবারের মতো এ ধরনের অভিযান চালিয়েছে তা নয়। নিউ জার্সিতে ভুয়া নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থাপনের পর ২০১৬ সালে সেখান থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। ওই স্কিমের আওতায় থাকা বিদেশি নাগরিকদের বেশিরভাগই ছিলেন চীন ও ভারতের। 

/এফইউ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
সর্বশেষ খবর
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগের বিধান হচ্ছে
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার