X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পাকিস্তানে হামলা, কর্নাটকে বড় জয়ের স্বপ্ন বিজেপি’র

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৯

পাকিস্তানে ভারতের বিমান হামলার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তার ফল ঘরে তুলতে চায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। কর্নাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরাপ্পা বলেছেন, ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে হামলা চালিয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাভবান হবেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনের মধ্যে ২২টির বেশি আসন লাভ করবেন তিনি।

পাকিস্তানে হামলা, কর্নাটকে বড় জয়ের স্বপ্ন বিজেপি’র গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলি শফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারায়। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী ৭১-পরবর্তী ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালানোর পর জানায়, ভেতরে সেই জইশ-ই মুহাম্মদের ঘাঁটি ধ্বংসের উদ্দেশ্যেই তারা ওই ‘অসামরিক অভিযান’ পরিচালনা করেছে। এ হামলার পর সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করেই কর্নাটকের নির্বাচনে বড় জয়ের জয়ের স্বপ্ন দেখছে বিজেপি।

বুধবার এক সংবাদ সম্মেলনে বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘আবহাওয়া যেদিকে যাচ্ছে... তাতে করে বিজেপি-র হাওয়া ভালো এবং অনেক বেশি আসন লাভ করার সম্ভবনা আছে। মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী যেভাবে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম হয়েছে, তারপর থেকে সারা দেশেই মোদির ঢেউ দেখা যাচ্ছে। এর ফল দেখা যাবে, আগামী লোকসভা নির্বাচনের সময়।'

সমালোচকরা বলছেন, যখন পাকিস্তানের হাতে ভারতীয় বাহিনীর একজন পাইলট বন্দি অবস্থায় রয়েছেন সেই মুহূর্তে এ হামলাকে নির্বাচনে জয়ের হাতিয়ারে পরিণত করতে চাইছে বিজেপি।

বি এস ইয়েদুরাপ্পা বলেন, এই হামলার ফলে যুব সমাজ উদ্বুদ্ধ হয়েছে। ফলে কর্নাটকে ২২টির বেশি আসন লাভ করার সম্ভবনা দেখা যাচ্ছে।

বর্তমান পার্লামেন্টে বিজেপির হাতে এ রাজ্যের ১৬টি আসন রয়েছে। কংগ্রেসের কাছে আছে ১০টি এবং জনতা দল সেকুলারের কাছে রয়েছে দুইটি আসন।

এদিকে বি এস ইয়েদুরাপ্পা’র বক্তব্যের কঠোর সমালোচনা করেছে বিরোধী দলগুলোর নেতারা। তারা বলছেন, পাকিস্তানে হামলা নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে বিজেপি।

কংগ্রেসের তরফ থেকে টুইট করে ইয়াদুরাপ্পার এই বিবৃতির সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'তাদের (বিজেপি) কোনও লজ্জা নেই। সারা দেশে চলছে প্রবল উত্তেজনা, আমাদের পাইলটকে পাকিস্তানে আটকে রাখা হয়েছে। সেনাদের পরিবারগুলোকে ভয়ের ছায়া গ্রাস করেছে। আর বিজেপি নিজেদের আসন গুনছে... আসলেই নিচু স্তরের রাজনীতি।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!