X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ভোটের দিন রোজা রাখার ঘোষণা তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০১৯, ১৯:০৪আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২১:৫৪

ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের একটা অংশ পড়েছে রমজান মাসে, যে সময় ভারতের বিশ্বাসী মুসলিম সম্প্রদায় রোজা রাখবেন। তৃণমূল প্রার্থী ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রতিশ্রুতি দিয়েছেন, তার আসনে নির্বাচনের দিনে মুসলিম ধর্মবিশ্বাসীদের পাশাপাশি তিনি নিজেও রোজা রাখবেন।

তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী রবিবার (১০ মার্চ) নয়াদিল্লিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা আগামী লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করেন। ১১ এপ্রিল থেকে শুরু হয়ে সাত ধাপে ভোটগ্রহণ চলবে ১৮ এপ্রিল, ২৩ এপ্রিল, ২৯ এপ্রিল, ৬ মে, ১২ মে ও ১৯ মে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে। জাতীয় নির্বাচনের পাশাপাশি অন্ধ্র প্রদেশ, সিকিম, অরুণাচল ও উড়িষ্যা রাজ্যে প্রাদেশিক পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

যাদবপুরে নির্বাচন হবে ১৯ মে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী দিনটি পড়েছে রমজান মাসে। যাদবপুরে নির্বাচনী জনসভায় গিয়ে সেখানকার তৃণমূল প্রার্থী ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রতিশ্রুতি দিয়েছেন, মুসলিম ভোটারদের কষ্ট ভাগ করে নিতে তিনি নিজেও ওইদিন রোজা রাখবেন।

ভোটের তারিখ ঘোষণার পর থেকেই তা নিয়ে আপত্তি জানিয়ে আসছে তৃণমূল। রমজান মাসের মধ্যে ভোটের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, সংখ্যালঘু ভোটারদের অসুবিধার কথা মাথায় রেখে কমিশনের উচিত ছিল রমজান মাসে ভোট না করা। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ইচ্ছা করেই মুসলিমদের অসুবিধা করতেই রমজানের মধ্যেই ভোটের আয়োজন করা হয়েছে।

মুসলিম অধ্যুষিত বারুইপুরের কোয়াতলায় গিয়ে রমজানে রোজা রাখার কথা ঘোষণা করেন মিমি। কোয়াতলায় জনসভায় এই তারকা প্রার্থী বলেন, আগামী ১৯ মে ভোটের দিন। ওইদিন মুসলিমরা রোজা রাখবেন। আপনাদের কথা দিচ্ছি, ওইদিন আমিও রোজা রাখবো। বিকেলে আপনাদের সঙ্গেই ইফতার করবো। মিমির এই প্রতিশ্রুতির পরই হাততালিতে ফেটে পড়ে পুরো মঞ্চ। অনেকে বলছেন, মিমির এই রোজা রাখার ঘোষণাতেই স্পষ্ট হয়েছে, ভোটের আগে সাধারণ মানুষের মন বুঝতে শিখে গেছেন অভিনেত্রী।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?