X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করছেন ট্রাম্পের জ্বালানিমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ১২:২১আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৭:১৯

পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী রিক পেরি। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন সে ব্যাপারে কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

পদত্যাগ করছেন ট্রাম্পের জ্বালানিমন্ত্রী

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গও একই রকমের খবর দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় থেকে রিক পেরির পদত্যাগের গুঞ্জন নাকচ করে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র শাইলিন হাইনেস বলেন, জ্বালানিমন্ত্রী রিক পেরি শিগগিরই পদত্যাগ করছেন বলে যে খবর বেরিয়েছে তার কোনও সত্যতা নেই। ট্রাম্প প্রশাসনের জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে তিনি সন্তুষ্ট।

মার্কিন বিমানবাহিনীর সাবেক সদস্য রিক পেরি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের তেলসমৃদ্ধ অঙ্গরাজ্য টেক্সাসের গভর্নরের দায়িত্ব পালন করেছেন।

এখন পর্যন্ত জ্বালানিমন্ত্রী রিক পেরির পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ট্রাম্প প্রশাসন থেকে মন্ত্রীদের সরে যাওয়ার ঘটনা নতুন নয়। ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগ করেন মেক্সিকো সীমান্তে দেয়ালের দায়িত্বে থাকা ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়কমন্ত্রী ক্রিস্টিন নিয়েলসেন।
২০১৮ সালের ডিসেম্বরে পদত্যাগের ঘোষণা দেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের ট্রাম্পের ঘোষণার একদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগপত্রে জেনারেল ম্যাটিস 'মিত্র দেশগুলোর সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা' এবং 'আমেরিকার শক্তির সব ধরনের উপাদান ব্যবহার করে সব পক্ষের প্রতিরক্ষা' নিশ্চিত করার বিষয়ে তার মতামত তুলে ধরেন।

জেনারেল ম্যাটিস ট্রাম্পের উদ্দেশে লিখেছেন, এসব বিষয়সহ অন্যান্য বিষয়েও যে প্রতিরক্ষামন্ত্রীর দর্শন আপনার দর্শনের সঙ্গে মিলে, তেমন একজন প্রতিরক্ষামন্ত্রীর সাহচর্য পাওয়া আপনার অধিকার। তাই আমার বিশ্বাস, পদত্যাগ করাই আমার জন্য ভালো সিদ্ধান্ত।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ