X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পুলিশ প্রধান ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ১৯:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২১:৩৩

শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে ভয়াবহ সিরিজ বোমা হামলার তথ্য আগে থাকার পরও তা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় দেশটির প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো এবং পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাথিরপালা সিরিসেনা। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাথিরপালা সিরিসেনা ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২১ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছে ৫০০ জনেরও বেশি। ওই হামলার একদিন পরই আবারও বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কলম্বো। বোমার আঘাতে আহত হন এক নিরাপত্তা কর্মকর্তা। ধারণা করা হচ্ছে, এটি রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমা ছিল।

বিস্ফোরণের আগে দফায় দফায় এ হামলা নিয়ে লঙ্কান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। সর্বশেষ হামলার মাত্র দুই ঘণ্টা আগেও দেশটিকে সতর্ক করেছিল তারা। এর আগে গত ৪ এপ্রিল এবং ২০ এপ্রিল রাতেও দুই দফায় লঙ্কান গোয়েন্দাদের এ বিষয়ে সতর্ক করে দিল্লি। ১১ এপ্রিল শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা শীর্ষ কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা পাঠান। এতে বলা হয়, 'একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) প্রখ্যাত চার্চ এবং কলম্বোয় ভারতীয় হাইকমিশন লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছে।'
হামলার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রেসিডেন্ট সিরিসেনা বলেন, নিরাপত্তা খাতে ২৪ ঘণ্টার মধ্যে দেশটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসবে। তিনি পুলিশ মহাপরিদর্শক ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের আহ্বান করেছেন। সাবেক সেনা কমান্ডার দয়া রত্নায়েককে প্রতিরক্ষা সচিব হিসেবে বিবেচনা করা হতে পারে।

সিরিসেনা বলেন, সবাই তাকে প্রশ্ন করছেন গোয়েন্দা তথ্য থাকার পরও কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তখন ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?