X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আগুন লাগার পর রুশ বিমানের জরুরি অবতরণ

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৯, ২৩:৫৫আপডেট : ০৫ মে ২০১৯, ২৩:৫৯

যাত্রা শুরুর পর আগুন লাগায় মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এরোফ্লোট এয়ার লাইনের জ্বলন্ত বিমানটি থেকে জরুরি নির্গমণ পথ ব্যবহার করে  আরোহীরা বের হয়ে আসছেন। বিমানটিতে ৭৮ জন আরোহী ছিলেন। এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে রুশ বার্তা সংস্থা তাস। আহত হয়েছে অপর পাঁচজন। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়ে কোনও তথ্য জানায়নি। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে রুশ বিমানটি

সুখোই সুপারজেট-১০০ বিমানটি স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় যাত্রা শুরু করে। রাজধানী মস্কো থেকে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মুরমানস্কে যাত্রার কথা ছিল বিমানটির। তবে কী কারণে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর শেরেমিয়েতোবো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিপদে পড়ার সংকেত পাঠায় বিমানটির কর্মীরা। খবরে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণ করতে গিয়েও ব্যর্থ হয় বিমানটি।

বুলগেরিয়ার সংগীতশিল্পী ক্রিস্টিয়ান কোস্টোভ সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে অগ্নিকাণ্ড ও জরুরি অবতরণের ঘটনা প্রত্যক্ষ করার কথা জানিয়েছেন। তিনি জানান, বিমানটি আগুনে ছেয়ে যেতে দেখে বিমানবন্দরের মানুষ কাঁপতে থাকে। তিনি দাবি করেন এই ঘটনার পর আর কোনও ফ্লাইট যাত্রা শুরু করতে পারছে না।

এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো।

/জেজে/
সম্পর্কিত
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
তিনটি গ্রাম থেকে সেনা সরিয়ে নিলো ইউক্রেন
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
সর্বশেষ খবর
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?