X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জার্মান চ্যান্সেলরের বিমানে গাড়ির ধাক্কা

বিদেশ ডেস্ক
১৫ মে ২০১৯, ১৫:৪৩আপডেট : ১৫ মে ২০১৯, ১৬:১৩

জার্মানির বিমানবন্দরের এক কর্মী গাড়ি চালানোর সময় দাঁড়িয়ে থাকা একটি বিমানে দুর্ঘটনাবশত ধাক্কা খায়। সে বিমানটিতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ডর্টমুন্ড থেকে বার্লিন ফেরার কথা ছিল। এ দুর্ঘটনার জন্য জার্মান চ্যান্সেলরের বার্লিনে ফিরে আসতে বিলম্ব হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। জার্মান চ্যান্সেলরের বিমানে গাড়ির ধাক্কা

ডর্টমুন্ড বিমানবন্দরে এক নারী কর্মী গাড়িটি চালাচ্ছিলেন। এটি রানওয়েতে চলাচলের জন্য বিমানবন্দরের অভ্যন্তরীণ গাড়ি। সে নারী কর্মী যখন গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন, তখন আঙ্গেলা ম্যার্কেলের বিমানটি দেখে ছবি তোলার জন্য দাঁড়ান। কিন্তু ছবি তোলার সময় তিনি গাড়িটি ব্রেক করেননি। ফলে সেটি গিয়ে আছড়ে পড়ে চ্যান্সেলরের বিমানের সামনে। এরপর আঙ্গেলা ম্যার্কেল একটি হেলিকপ্টারে করে বার্লিন ফিরে যান। বিমানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপণের কাজ চলছে।

ওই নারী গাড়ি চালক যখন বিমানের ওপর 'ফেডারেল রিপাবলিক অব জার্মানি' লেখা দেখেন, তখন তিনি বেশ উৎসাহী হয়ে উঠেন। ছবি তোলার জন্য তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন। তখনই গাড়িটি বিমানের সম্মুখভাগে আঘাত করে। এ ঘটনার সময় আঙ্গেলা ম্যার্কেল বিমানের ভেতর ছিলেন না। ডর্টমুন্ডের কাছে একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বিমানবন্দরে ফিরছিলেন।

বেশ কয়েকটি ঘটনার পর জার্মান কর্তৃপক্ষ এখন বিমান সংকটে ভুগছে। গত নভেম্বর মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠিত জি-টোয়েন্টি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর যোগ দিতে পারেননি। কারণ, বার্লিন থেকে উড্ডয়নের পর তার বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। বিমানটির যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হচ্ছিল। পরে একটি বিমান ভাড়া করে জি টোয়েন্টি সামিটে যোগ দেন আঙ্গেলা ম্যার্কেল।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ