X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

জোট গঠন নিয়ে সোনিয়া, রাহুলের সঙ্গে বৈঠক চন্দ্রবাবু নাইডুর

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ১৬:১৭আপডেট : ২০ মে ২০১৯, ২১:৫২

বুথফেরত জরিপে বিজেপি’র নিরঙ্কুশ জয়ের আভাস দেওয়া হলেও এখনই হাল ছাড়তে রাজি নয় ভারতের বিজেপি-বিরোধী শিবির। তারা চাইছেন ২৩ মে’র নির্বাচনি ফলাফলে যেন এসব জরিপ মিথ্যা প্রমাণিত হয়। সেক্ষেত্রে করণীয় নির্ধারণ তথা বিরোধীদের একটি বৃহৎ জোট গঠনে সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

জোট গঠন নিয়ে সোনিয়া, রাহুলের সঙ্গে বৈঠক চন্দ্রবাবু নাইডুর

বৈঠকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিজের মতবিনিময়ের বিষয়ে সোনিয়া গান্ধীকে অবহিত করেন তিনি।

সোমবারের বৈঠক নিয়ে গত দুই দিনে এ নিয়ে দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন চন্দ্রবাবু নাইডু। এছাড়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শারদ পাওয়ার এবং সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও বৈঠকে মিলিত হয়েছেন তিনি।

শনিবার বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন চন্দ্রবাবু নাইডু। সোমবারের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সিরিজ বৈঠকে তিনি মায়াবতী ও অখিলেশ যাদবের সঙ্গে তার বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

এদিকে বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস দেওয়া হলেও ভারতের বিরোধী দলগুলোর পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। কংগ্রেস নেতা শশী ঠারুর বলেছেন, জরিপের অনুমান ভুল প্রমাণিত হবে। পরিচালিত জরিপগুলোকে ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সমর্থিত প্রতিষ্ঠানগুলোর কৌশল আখ্যা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও জরিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিজেপিবিরোধী জোট গঠনে তৎপর তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু বলেছেন, এই জরিপ মানুষের হৃদস্পন্দন ধরতে ব্যর্থ হয়েছে। ফলাফলকে গেম প্ল্যান আখ্যা দিয়ে বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা