X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভার্জিনিয়ায় সরকারি ভবনে নির্বিচার গুলি, নিহত ১১

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৯, ০৮:২৫আপডেট : ০১ জুন ২০১৯, ১২:৪৩

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে শুক্রবার চালানো নির্বিচার গুলিতে ১১ ব্যক্তি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। ভার্জিনিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন সরকারি কর্মচারী। দীর্ঘদিন ধরে কর্মরত ওই সন্দেহভাজন জনসেবা সরবরাহকারী ভবনে নির্বিচার গুলি চালানোর পর পুলিশের গুলিতে নিহত হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনের দুই নম্বর ভবনে গুলির ঘটনা ঘটে

 মার্কিন নজরদারি ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটা ছিল ১৫০তম নির্বিচার গুলির ঘটনা।

ভার্জিনিয়া বিচ নামের শহরটি ওই অঙ্গরাজ্যের সবচেয়ে জনবহুল শহর। বাসিন্দা প্রায় চার রাখ ৪০ হাজার।স্থানীয় সময় বিকাল চারটার দিকে শহরের পৌর ভবনে গুলি শুরু হয়। ওই এলাকায় বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। গুলি শুরুর পর সবগুলো ভবন বন্ধ করে দিয়ে কর্মচারিদের বের করে নিয়ে আসে পুলিশ। ওই ভবনগুলোর একটিতে কর্মরত মেগান ব্যান্টন নামে এক ব্যক্তি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেছেন, 'আমরা কেবল মানুষের চিৎকার ও কান্না শুনেছি। সবাই সবাইকে নিচে বসে পড়তে বলছিলেন।  আরেক কর্মচারী বলেন তারা বন্দুকের গুলির শব্দ শুনেছেন তবে এত কাছে বন্দুকের গুলি চলছে তা বুঝতে পারেননি তারা।'

স্থানীয় পুলিশ প্রধান জেমস কারভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুরিশ কর্মকর্তাদের দিকে ফিরে গুলি শুরু করলে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। পুলিশের ধারণা, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে।  

এই ঘটনায় নিহত ১১ ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনের আহত হওয়ার কথা জানা গেলেও তাদের আঘাতের ধরণ সম্পর্কেও জানানো হয়নি। জেমস কারভেরা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার ভেস্টে গুলিবিদ্ধ হওয়ায় তার প্রাণ বেঁচে গেছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে এই গুলির ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। এফবিআই তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তে সহায়তা করছেন বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় তিনশর বেশি ফিলিস্তিনি নিহত, অনিশ্চিত যুদ্ধবিরতি
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
সর্বশেষ খবর
আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী
আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না: রিজভী
দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড
দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৫ জনের মৃত্যুদণ্ড
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদনের সময় বেড়েছে
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদনের সময় বেড়েছে
নারী পাচার: ৫ এজেন্সি মালিক ও জনশক্তি ব্যুরোর ৪ জনের বিরুদ্ধে মামলা
নারী পাচার: ৫ এজেন্সি মালিক ও জনশক্তি ব্যুরোর ৪ জনের বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’