X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বিদ্বেষ ও বিভক্তি ছড়াচ্ছেন ট্রাম্প: করবিন

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৯, ১৫:৪৮আপডেট : ০৫ জুন ২০১৯, ১৫:৫২
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্বেষ ও বিভক্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ট্রাম্পের যুক্তরাজ্য সফরের বিরোধিতা করে বিক্ষোভরত লাখো মানুষের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় এ অভিযোগ করেন করবিন। লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যেরও নিন্দা জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করবিন ও ট্রাম্প
তিনদিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে সোমবার (৩ জুন) লন্ডন পৌঁছান ট্রাম্প। যুক্তরাজ্য সফরের প্রতিবাদে লন্ডনের রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ।  লেবার পার্টি ও গ্রিন পার্টিসহ বিভিন্ন ব্যানারে তারা অংশ নিচ্ছেন বিক্ষোভে। ভিন্ন ভিন্ন বিষয়কে প্রতিবাদের উপজীব্য করেছে রাজপথে নামা বিক্ষোভকারীরা। কেউ মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবাদী কিংবা পরিবেশবৈরী দৃষ্টিভঙ্গীর প্রতিবাদ করছেন, কেউ সরব হয়েছেন পুঁজিবাদের বিরুদ্ধে। কেউবা আবার তার স্বাস্থ্যনীতি কিংবা গর্ভপাতবিরোধী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। মঙ্গলবার হোয়াইট হলে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ‌উদ্দেশে বক্তব্য রাখেন লেবার পার্টির নেতা করবিন।ট্রাম্প বিদ্বেষ ও বিভক্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বক্তব্যে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে আওয়ার ভিজিটরস হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, ‘আপনি বিদ্বেষমূলক ভাবনা তৈরি করেছেন, বর্ণবাদের মধ্য দিয়ে জনগণের আত্মমর্যাদা নষ্ট করেছেন, আপনি বাড়ি তৈরি করেননি, স্কুল তৈরি করেননি, নার্সকে প্রশিক্ষণ দেননি, আমাদের এ প্রাকৃতিক বিশ্বকে সুরক্ষায় ভূমিকা নেননি। আপনি শুধু বিস্তৃত পরিসরে বিদ্বেষ ছড়িয়েছেন।’

লেবার নেতা করবিন বিক্ষোভকারীদের আহ্বান জানিয়ে বলেন: ‘অনুগ্রহ করে এমন এক পৃথিবীর কথা চিন্তা করুন যা শান্তি ও নিরস্ত্রীকরণের স্বপ্ন দেখে। যা বর্ণবাদ আর বিদ্বেষকে পরাজিত করে।’

লন্ডনের মেয়র সাদিক খানের পক্ষে অবস্থান নিয়ে করবিন বলেন, ‘আমাদের শহরে একজন মুসলিম মেয়র আছেন বলে আমি গর্ববোধ করি। সেকারণে আমাদের সমাজে ইসলামোফোবিয়া, ইহুদিবিদ্বেষ এবং যেকোনও ধরনের বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে পারি আমরা।’ 

/এফইউ/
সম্পর্কিত
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে হামাস, আশা যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
শেখ হাসিনার নেতৃত্ব ও মার্কিন থিঙ্কট্যাংকের প্রশংসা
শেখ হাসিনার নেতৃত্ব ও মার্কিন থিঙ্কট্যাংকের প্রশংসা
শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়ছে: আইনমন্ত্রী
শ্রমিক অধিকার লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়ছে: আইনমন্ত্রী
চুয়াডাঙ্গাকে টপকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো যশোর
চুয়াডাঙ্গাকে টপকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো যশোর
গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতরকে টাকা বাঁচিয়ে কাজের মান অক্ষুণ্ণ রাখার নির্দেশ
গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতরকে টাকা বাঁচিয়ে কাজের মান অক্ষুণ্ণ রাখার নির্দেশ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো