X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাণিজ্য বিরোধের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৯, ২০:০৬আপডেট : ২২ জুন ২০১৯, ২০:১০

দুই দেশের মধ্যকার বিরাজমান বাণিজ্য বিরোধের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উভয় দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্দেশ্যেই তার এ সফর। নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার যুক্তরাষ্ট্রের কোনও শীর্ষ কর্মকর্তার এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

মাইক পম্পেও মাইক পম্পেও-র আসন্ন সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমেরিকার সঙ্গে ভারতের সার্বিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। এ ধারা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র ভারতকে ২৮টি পণ্যে যে বাড়তি সুবিধা দিয়ে আসছিল তা এ মাসে বন্ধ করে দেওয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ২৮টি মার্কিন পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে দিল্লি। এ নিয়ে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে উত্তাপ দেখা দেয়।

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার কথা বলে আসছিলেন। গত ৫ জুন ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। এই সুবিধার আওতায় ৫৬০ কোটি ডলার পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পেত ভারত।

জিএসপি বাতিলের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয় ভারত। এর ধারাবাহিকতায় মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে দেশটি।

গত বছরই মার্কিন পণ্যে ১২০ শতাংশ শুল্ক বসানোর কথা বলেছিলো ভারত। তবে বাণিজ্য বিষয়ে বারবার আলোচনা চলতে থাকায় সেই সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে এই বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৮ সালেই দুই দেশের মধ্যে ১৪ হাজার ২১০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা