X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের আমির

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৯, ১৮:১৫আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৯:০৪

আগামী ৯ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এ বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে কথা বলবেন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের আমির

এর আগে গত জুনে হোয়াইট হাউস জানিয়েছিল, বৈঠকে অর্থনৈতিক, নিরাপত্তাগত ও সন্ত্রাসবিরোধী ইস্যুতে আলোচনা হবে। গালফ টাইমস জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে কথা বলবেন দুই নেতা।

যুক্তরাষ্ট্রে কাতারি আমিরের আনুষ্ঠানিক সফর শুরু হবে ৮ জুলাই। ট্রাম্প ছাড়াও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে  তিনি বৈঠকে মিলিত হবেন।

সফরে প্রতিরক্ষা, জ্বালানি, বিনিয়োগ ও আকাশ পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে নানা চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

২০১৭ সালের ৫ জুন কাতারবিরোধী অবরোধের ঘোষণা দেয় সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। ওই সময়ে সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের কৃতিত্ব দাবি করেছিলেন ট্রাম্প। কাতারকে সন্ত্রাসবাদের বড় ধরনের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে সৌদি জোটের প্রতি সমর্থন ব্যক্ত করেন তিনি। পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানের প্রেক্ষিতে সুর বদল করেন ট্রাম্প। সন্ত্রাসের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি’কে ধন্যবাদ জানান তিনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য কাতার একটি গুরুত্বপূর্ণ শক্তি। পারস্পরিক প্রতিরক্ষাজনিত স্বার্থ আমাদের সম্পর্ক ধরে রেখেছে।’

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায়
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ