X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কর্নাটক সরকারে ভাঙন অব্যাহত, কংগ্রেস ও জেডি(এস) মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৯, ১৬:১৯আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৬:৩৪
image

তৃতীয়দিনের মতো ভারতের কর্নাটক রাজ্য সরকারের অভ্যন্তরে অস্থিরতা চলমান রয়েছে। সোমবার (৮ জুলাই) সকালে পদত্যাগ করছেন শাসক জোটের শরিক দল কংগ্রেসের ২১ মন্ত্রী। আর এরপর জেডিএস-এর মন্ত্রীরাও ইস্তফা দিয়েছেন। তাদের সবার পদত্যাগপত্র যদি স্পিকার মঞ্জুর করেন, তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে কংগ্রেস-জেডি(এস) জোট সরকার। চলমান রাজনৈতিক সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কর্নাটক সরকারের মন্ত্রিপরিষদকে নতুন করে সাজানো হবে।  

নির্দলীয় মন্ত্রী নাগেশ গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন
শনিবার (৬ জুলাই) ১০ কংগ্রেস এবং ৩ জেডিএস বিধায়ক স্পিকারের কাছে   তাদের পদত্যাগপত্র জমা দিলে ভাঙনের মুখে পড়ে কর্নাটক রাজ্যের জোট সরকার। এরপর শুরু হয় একের পর এক পদত্যাগের হিড়িক। যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার দেশে ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। ১৩ মাসের সরকারকে বাঁচাতে রবিবার (৭ জুলাই) রাতে শরিকদের নিয়ে বৈঠক করেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনও সমাধানে পৌঁছাতে পারেননি তারা।

সোমবার ২১ জন কংগ্রেস মন্ত্রী ও জেডি(এস) এর সব মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এদিন জোট সরকারে থাকা নির্দলীয় বিধায়ক নাগেশও তার সমর্থন প্রত্যাহার করে নেন। রাজ্যপালকে চিঠি দিয়ে তিনি জানান, কুমারাস্বামীর সরকারের উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন। বিজেপি থেকে সরকার গড়ার ডাক পেলে তিনি সমর্থন দেবেন বলেও আশ্বাস দেন। এর মধ্য দিয়ে বিধানসভায় কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কংগ্রেস-জেডিএস জোট।

অভিযোগ উঠেছে, কর্নাটকে বিজেপি-ই সরকার ভাঙার ছক কষেছে৷ তার জেরেই একের পর এক বিধায়ক ইস্তফা দিচ্ছেন। এ ধরনের অভিযোগের জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ পার্লামেন্টে রাজনাথ দাবি করেন, 'কর্নাটকের সংকটের সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই৷'

রাজনাথ বলেন, 'আমাদের দল কোনও বিধায়কের উপর চাপ সৃষ্টি করেনি। ইস্তফার হিড়িক শুরু করেছেন রাহুল গান্ধী৷' 

/এফইউ/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
সর্বশেষ খবর
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ