X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারতকে সতর্ক করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৯, ০৬:০৯আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৬:১৫

মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ভারতের ওপর আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন শুল্ক আরোপ নিয়ে দেশটিকে প্রচুর সময় দেওয়া হয়েছে। শুল্ক আরোপ আর মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বৈষম্য। ২০১৬ সালে দেশদুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। তবে ট্রাম্প প্রশাসন চায় ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে নেমে আসুক। আর ঘাটতিতে পড়ুক ভারত। 

গত ৫ জুন ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। এই সুবিধার আওতায় ৫৬০ কোটি ডলার পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পেত ভারত। জিএসপি বাতিলের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয় ভারত। এর ধারাবাহিকতায় ২৮টি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে দিল্লি। এই শুল্ক প্রত্যাহার করে নিতে গত মাসে ভারতকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

পরে জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা আবারও শুরু করতে সম্মত হন ট্রাম্প। সেই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভারত সফরের কথা রয়েছে।

এর মধ্যে মঙ্গলবার টুইট বার্তায় ভারতের শুল্ক আরোপের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারত পর্যাপ্ত সময় পেয়েছে। এটা আর গ্রহণযোগ্য হবে না!’

মার্কিন পণ্যে ভারত উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে বলে অতীতেও অভিযোগ করেছেন ট্রাম্প। গত বছরের অক্টোবরে ভারতকে শুল্ক আরোপের রাজা আখ্যা দেন তিনি। পরে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
সর্বশেষ খবর
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!