X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নারীদের জন্য আইন শিথিল করছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৯, ১৫:০৫আপডেট : ১২ জুলাই ২০১৯, ২১:৫১
image

সৌদি আরবে বাধ্যতামূলক পুরুষ অভিভাবকত্ব আইন শিখিল করার পরিকল্পনা করছে সরকার।  সৌদি কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চলতি বছরেই ১৮ বছরের বেশি বয়সের নারীদের জন্য ভ্রমণের ওপর কড়াকড়ি কমে যাবে।

প্রতীকী ছবি
সৌদি নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে রাষ্ট্রীয় বাধা দূর হলেও সব বাধা দূর হয়নি এখনও। দেশটিতে ‘কঠোর অভিভাবকত্ব আইন’ বহাল থাকায় তাদের এখনও বাধা দিতে সক্ষম পুরুষ অভিভাবকরা। সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি ছিল। তবে নারীদের গাড়ি চালানোর অনুমতিসহ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে সৌদি সরকার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ঘোষণা করলেও এখনও দেশটিতে নারীদের জন্য বড় বড় কয়েকটি নিষেধাজ্ঞা রয়েছে।

প্রস্তাবিত পরিবর্তনে ২১ বছরের কম বয়সী পুরুষদেরও বিদেশ ভ্রমণের আইন শিথিল হচ্ছে। আগে পরিবারের অন্য পুরুষ সদস্যের অনুমতি লাগলেও নতুন আইনে সেই বিধিনিষেধ থাকছে না। এছাড়া স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ-এ নারীদের ভ্রমণের নিয়মাবলি শিথিলেরও আভাস মিলেছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পুরুষের অভিভাবকত্ব চাপিয়ে দিয়ে নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। এখনও বড় কোনও সিদ্ধান্ত নিতে হলে নারীদের পুরুষের অনুমতি নিতে হয়। বিয়ে, তালাক ও পাসপোর্ট নেওয়ার মতো সিদ্ধান্ত কোনও নারী একা নিতে পারেন না।

দেশটির এমন আইনের সমালোচনা চলে আসছে অনেক বছর ধরে। সম্প্রতি এক সৌদি নারী দেশ থেকে পালিয়ে এলে এই সমালোচনা আরও জোরালো হয়। সর্বশেষ কানাডায় শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন তিনি।

সৌদি রাজপরিবারের এক সদস্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘এটা নিশ্চিত যে আমাদের নেতা, সরকার এবং জনগণে এই পদ্ধতির পরিবর্তন চান। কোনও সমালোচনা এড়িয়ে কত তাড়াতাড়ি এটি বাস্তবায়ন করা যায় সেটা নিয়েই আলোচনা চলছে। আরেক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ভ্রমণ সংক্রান্ত সংস্কারের চিন্তা একদম ‘উপর’ থেকে এসেছে।

তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

সংবাদমাধ্যমে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাবের খবর আসার পর মিশ্র প্রতিক্রিয় দেখা গেছে। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের নির্বাহী পরিচালক সারাহ লি উইটসন বলেন, ‘আমরা আশা করছি এটা সত্যি। তবে সরকারি কোনও ঘোষণা না আসার ব্যাপারটা একটু অদ্ভুত। সেক্ষেত্রে এটা কোনও অভ্যন্তরীণ তথ্য ফাঁসও হতে পারে। সৌদি যুবরাজ হয়তো সত্যিই এই ব্যবস্থা নিতে যাচ্ছেন।

সৌদি অ্যাক্টিভিস্ট ও ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষক হালা আল দোসারি বলেন, ‘যদি এটা হয়ে থাকে তবে অন্য দেশে সৌদি নারীদের আশ্রয় প্রার্থনার হার অনেক বেড়ে যাবে। একইসঙ্গে যুবরাজের জনপ্রিয়তাও বাড়বে বহুগুণ।

এর আগেও সৌদি আরবের চিরাচরিত ধারা ভেঙে সংস্কারের চেষ্টা করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। চাকরি ও বিশ্ববিদালয়ে ভর্তির জন্য পুরুষ অভিভাবকের অনুমতির ব্যাপারটিও তুলে নেওয়া হয়।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
ম্যানসিটির ওপর চাপ ধরে রাখলো আর্সেনাল
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ