X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের জীবনাবসান

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৯, ২২:১৯আপডেট : ২০ জুলাই ২০১৯, ২২:২৩

দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী শীলা দীক্ষিত মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে দিল্লির বেসরকারি হাসপাতাল এসকোর্টসে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর। প্রবীণ এ রাজনীতিকের জীবনাবসানে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আরও অনেকে। দিল্লির তিন বারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের জীবনাবসান
গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। ফলে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার সেখানেই তার মৃত্যু হয়। শীলা দীক্ষিতের মৃত্যুর খবর পেতেই তার বাসায় ছুটে যান দলীয় নেতাকর্মীরা।

১৫ বছর ধরে ভারতের রাজধানী দিল্লি শাসন করেছিলেন শীলা দীক্ষিত। এর আগে ১৯৮৪ সাল থেকে ৮৯ সাল পর্যন্ত কনৌজের (উত্তরপ্রদেশ) এমপি ছিলেন। সেই সময় একদিকে যেমন লোকসভা সমিতির কার্যভার সামলেছেন, অন্যদিকে তেমনি মহিলা কমিশনের প্রতিনিধিত্ব করেছেন তিনি। রাজীব গান্ধী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শ্রীমতি দীক্ষিত। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছর দিল্লির মুখ্যমন্ত্রীর পদে আসীন ছিলেন।

দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের অপ্রত্যাশিত জয়ের পর থেকেই রাজনৈতিক জগত থেকে অনেকটা মুখ ঘুরিয়ে নিয়েছিলেন শীলা দীক্ষিত।  কিন্তু ২০১৯ -এর লোকসভা নির্বাচনের আগে দলের অবস্থা খারাপ দেখে আর মুখ ফিরিয়ে থাকতে পারেননি। এসে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের তৎকালীন সভাপতি রাহুল গান্ধীর পাশে। দিল্লির দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে।

ব্যক্তিগত জীবন:

১৯৩৮ সালের ৩১ শে মার্চ পাঞ্জাবের কাপূরথালায় জন্মগ্রহণ করেন শীলা দীক্ষিত। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস থেকে ইতিহাসে এমএ করেছিলেন। আইএএস অফিসার স্বর্গীয় বিনোদ দীক্ষিতের সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিনোদ ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল স্বর্গীয় উমাশঙ্কর দীক্ষিতের পুত্র ছিলেন তিনি। শীলা দীক্ষিতের একটি ছেলে ও একটি মেয়ে আছে। তার ছেলে সন্দীপ দীক্ষিত দিল্লির এমপি ছিলেন।

দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী:

নিজের কাজের জন্যই কংগ্রেসের শক্তিশালী নেতায় পরিণত হয়েছিলেন শীলা দীক্ষিত। সোনিয়া গান্ধীর নজরেও নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। ফলে রাজীব গান্ধীর মৃত্যুর পরেও তার সঙ্গে সোনিয়ার সুসম্পর্ক বজায় ছিল। ১৯৯৮ সালে প্রদেশ কংগ্রেসের সভাপতি হন শীলা দীক্ষিত। ১৯৯৮ সালে কংগ্রেসের হয়ে পূর্ব দিল্লি থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তিনি জিততে পারেননি। তারপর থেকে তিনি আর লোকসভার দিকে তাকাননি, দিল্লির আসনের দিকেই নজর দেন তিনি। দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি যে শুধু জিতেছিলেন তা-ই নয়, তিন তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী হন শীলা দীক্ষিত। সূত্র: এনডিটিভি।

/এমপি/
সম্পর্কিত
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
সর্বশেষ খবর
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েলি সেনারা: যুক্তরাষ্ট্র
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন