X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাশিয়ায় কারাবন্দি বিরোধীদলীয় নেতাকে বিষ প্রয়োগ!

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ০৮:৫৫আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৯:২২

রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ করেছেন খোদ তার চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। পাতানো স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ আহ্বানের ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনিকে রবিবার কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। তবে একদিনের মাথায় সোমবার চিকিৎসকের সম্মতি ছাড়াই তাকে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ায় কারাবন্দি বিরোধীদলীয় নেতাকে বিষ প্রয়োগ!
কারাগারে ত্বক লাল হয়ে উঠা এবং মুখ ফুলে যাওয়ায় রবিবার নাভালনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার চিকিৎসক জানান, নাভালনি-র অ্যালার্জি নেই, কখনো ছিলও না। তার শরীরে রাসায়নিকের বিষক্রিয়া হয়েছে। নিশ্চয়ই তাকে রাসায়নিক এজেন্ট প্রয়োগ করা হয়েছে।

এ মুহূর্তে নাভালনিকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা দরকার বলে মত দেন চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। তবে তার মতামত উপেক্ষা করেই সোমবার অ্যালেক্সেই নাভালনি-কে ফের হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের বাইরে রাখার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়ে গ্রেফতার হন নাভালনি। ‘অননুমোদিত বিক্ষোভ সমাবেশের’ ডাক দেওয়ার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চালানো হয় বিরোধীদলের সম্ভাব্য প্রার্থীদের বাড়িতে। এসব অভিযানে ধরপাকড়ের শিকার হন অনেক বিরোধী রাজনীতিক।

কর্তৃপক্ষের বিধিনিষেধ সত্ত্বেও গত শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় প্রায় এক হাজার ৪০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। সূত্র: সিএনএন, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল